জয়ললিতার শোকসভা হাসতে দেখা গেল বিজেপি নেতাকে
Last Updated:
জয়ললিতার মৃত্যুর পর বুধবার তামিলনাড়ুর চিচোলিতে একটি শোকসভা আয়োজন করা হয়েছিল ৷ কিন্তু এই শোকসভা বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে ৷
#চেন্নাই: আড়াই মাসের লড়াই শেষ হল সোমবার রাতে। প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। বয়স হয়েছিল ৬৮ বছর। ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হন তিনি। এতোদিন ধরে যে মৃত্যুর সঙ্গে লড়াই চলছিল তাঁর, তাতে হার মানলেন জয় আম্মা। সোমবার রাত সাড়ে এগোরটা নাগাদ প্রয়াত হলেন জয়ললিতা। সোয়া বারোটায় তার মৃত্যু সংবাদ জানানো হয়।
জয়ললিতার মৃত্যুর পর বুধবার তামিলনাড়ুর চিচোলিতে একটি শোকসভা আয়োজন করা হয়েছিল ৷ কিন্তু এই শোকসভা বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে ৷ শোকসভায় মৃত ব্যক্তিকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার বদলে, দলের এক নেতাকে নীরবতা পালনের সময় হাসতে দেখা গেল ৷ নীরবতা পালনের সময় বিজেপি নেতার হাসার ছবিটি ধরা পড়েছে ক্যামেরায় ৷
এদিন শোকসভাতে উপস্থিত ছিলেন নেতা, কর্মী ও স্থানীয়রা ৷সভাতে যখন জয়ললিতাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে তার আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করা হচ্ছিল, তখনই এলাকার বিজেপি নেতা ওমপ্রকাশ যাদবকে হাসতে দেখা যায় ৷
advertisement
advertisement
এই গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে যাওয়াতে অস্বস্থির মুখ পড়তে হয়েছে তাকে ও দলকে ৷ এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে ৷ তবে বিজেপি এই বিষয়টি ওমপ্রকাশের ব্যক্তিগত মামলা বলে এড়িয়ে যেতে চেয়েছে ৷
Location :
First Published :
December 07, 2016 7:57 PM IST