গত বারের চ্যাম্পিয়নরা এবারও ফেভারিট আই লিগে
Last Updated:
৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আই লিগ। মোহনবাগান-ইস্টবেঙ্গলের সঙ্গে সবার চোখ অবশ্যই থাকবে বেঙ্গালুরু এফসির দিকে।
#বেঙ্গালুরু: ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আই লিগ। মোহনবাগান-ইস্টবেঙ্গলের সঙ্গে সবার চোখ অবশ্যই থাকবে বেঙ্গালুরু এফসির দিকে। গতবারের চ্যাম্পিয়দের অভিযান শুরু প্রথম দিনেই।
বছর শেষের আগে ভারতীয় ফুটবল সম্পর্কে লিখতে বসলে, কোনও ভাবেই বেঙ্গালুরুকে বাদ দেওয়ার জায়গা থাকে না। এই বছর ভারতীয় ফুটবলের সেরা বিজ্ঞাপন সুনীল ছেত্রীর দল। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এএফসি কাপের ফাইনাল খেলা। আই লিগ চ্যাম্পিয়ন হওয়া, সবই দেশের এই পেশাদার ক্লাবের ঝুলিতে। এ বছরও আই লিগ শুরুর আগে নিজেদের গুছিয়ে নিচ্ছে বেঙ্গালুরু।
advertisement
দুই প্রধানের মতো সবার পিছনে ছুটে নয়, আলবার্তো রোকোর দল ফুটবলার তুলছে বেছে বেছে। ইতিমধ্যেই লেনি রদরিগেজের মতো মিডফিল্ডার বেঙ্গালুরুতে সই করেছেন। পাইপলাইনে রয়েছেন বেশ কয়েকজন। এবারের আই লিগে মোহনবাগান-ইস্টবেঙ্গলের সঙ্গে অবশ্যই চোখ থাকবে গতবারের চ্যাম্পিয়নদের দিকে। ৭ জানুয়ারি আই লিগ অভিযান শুরু করছেন সুনীল ছেত্রীরা।
advertisement
Location :
First Published :
December 23, 2016 6:51 PM IST