ইচ্ছে শক্তির জয়, হাসপাতালের বেডেই মাধ্যমিক দিলেন বেলপাহাড়ির ছাত্র
Last Updated:
শরীরিক অসুস্থতার কারণে হাসপাতালের বেডে বসেই পরিক্ষা দিল বেলপাহাড়ী এসসি হাইস্কুলের দুই ছাত্র ।
#পশ্চিম মেদিনীপুর: শরীরিক অসুস্থতার কারণে হাসপাতালের বেডে বসেই পরিক্ষা দিল বেলপাহাড়ী এসসি হাইস্কুলের দুই ছাত্র ।
বেলপাহাড়ীর তালপুকুরিয়া গ্রামের দুই ছাত্র অমৃত মুরমু ও করম কিস্কু। এদিন সকালে অমৃত জ্বর নিয়ে বেলপাহাড়ী গ্রামীন হাসপাতালে ভর্তি হয়। অন্য এক ছাত্র করম কিস্কু ডাইরিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়। বেলপাহাড়ি এসসি হাইস্কুলের বোর্ড পড়েছিল শিলদা আর সি হাইস্কুলে। হাসপাতালে ভরতি হওয়ার পরেই স্কুলে খবর দেওয়া হয় অমৃত ও করম অসুস্থ রয়েছে। এরপরেই ওই দুই স্কুল ছাত্রের হাসপাতালে বসেই পরীক্ষার ব্যাবস্থা নেন স্কুল কতৃর্পক্ষ। পরিক্ষার গার্ডে থাকা স্কুল শিক্ষক প্রসুন হালদার জানান, হাসপালের দুটি ঘরে দু’জনের পরীক্ষার ব্যাবস্থা করা হয়েছে। তাদের যাতে কোনও রকম অসুবিধা না হয় তারজন্য আমরা সব সময় ওদের পাশে আছি।
view commentsLocation :
First Published :
February 22, 2017 4:29 PM IST