৫০০, ১০০০-এর নোট বাতিল, ১০টি গুরুত্বপূর্ণ জিনিস যা আপনার জানা উচিৎ
Last Updated:
আজ মধ্যরাত থেকে কার্যকর হতে চলেছে নতুন নির্দেশিকা ৷কী কী হতে চলেছে আজ মধ্যরাত থেকে নতুন নির্দেশিকা অনুযায়ী দেখে নিন একনজরে -
#নয়াদিল্লি: মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মাঝরাত থেকেই বন্ধ হচ্ছে ৫০০ ও ১০০০ নোট। এরপর ৫০০ ও ১০০০ টাকা দিয়ে কোনও লেনদেন করা যাবে ৷ এদিন জাতির উদ্দেশ্যে এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশকে দুর্নীতিমুক্ত করতে আরও কড়া আইন আনা হচ্ছে ৷ ৫০০ ও ১০০০ নোট বাতিল করার সিদ্ধান্ত তাই নেওয়া হয়েছে ৷
মোদি জানিয়েছেন, ৯,১০ নভেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এদিন রাতের পর থেকেই আর বাজারে আর চলবে না ৫০০ ও, ১,০০০ টাকা ৷ কালো টাকা ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র ৷ নকল ১ হাজার টাকা দেশে ছড়িয়ে গিয়েছে ৷ জাল নোটের কারবারির জেরেই মূল্যবৃদ্ধি ৷ তাই দেশকে দুর্নীতিমুক্ত করতে আরও কড়া আইন আনা হচ্ছে ৷
advertisement
আজ মধ্যরাত থেকে কার্যকর হতে চলেছে নতুন নির্দেশিকা ৷কী কী হতে চলেছে আজ মধ্যরাত থেকে নতুন নির্দেশিকা অনুযায়ী দেখে নিন একনজরে -
advertisement
৫০০ ও ১০০০ টাকার নোট দিয়ে কোনওরকম লেনদেন করা য়াবে না ৷
হাসপাতাল,বিমানবন্দর,রেলে পুরানো নোটে ছাড় দেওয়া হবে ৷
পেট্রোল পাম্পেও পুরনো নোট লেনদেনে ছাড় ৷
advertisement
১১ নভেম্বর পর্যন্ত ছাড় দেওয়া হবে ৷
৫০০-১০০০-এর নোট ব্যাঙ্কে জমা করতে হবে ৷
১০ নভেম্বর-৩০ ডিসেম্বর পর্যন্ত জমা দিতে হবে ৷
ব্যাঙ্ক বা পোস্ট অফিসে জমা করতে হবে ৷
আধার কার্ড বা বৈধ পরিচয়পত্র লাগবে নোট জমা দেওয়ার সময় ৷
advertisement
পুরনো নোট জমা করে নতুন বৈধ নোট পাবেন ৷
এর পাশাপাপাশি টাকা তোলার উপর আরও নিয়ম আরোপ করা হয়েছে -
প্রথমে দিনে ২ হাজার টাকা তুলতে পারবেন ৷
তারপর ৪ হাজার টাকা করে তোলা যাবে ৷
ক্রমশ টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়বে ৷
advertisement
বাজারে আসছে ২০০০ ও ৫০০ টাকার নতুন নোট ৷
১১ নভেম্বরের পরে এটিএম থেকে দিনে ১০ হাজার ও সপ্তাহে ২০ হাজার টাকা তোলা যাবে ৷
Location :
First Published :
November 08, 2016 9:26 PM IST