তাঁকে নিয়ে দুই প্রেমিকের ঝগড়া, তাই তিন নম্বরকেই বাছলেন মহিলা

Last Updated:

ছবির হিরোইনদের হার মানিয়ে দিলেন বেঙ্গালুরুর মহিলা

#বেঙ্গালুরু : একেবারে যেন বলিউডি ছবির চিত্রনাট্য ৷ একটি নারী তাঁকে নিয়েই দড়ি টানাটানি ৷ বেঙ্গালুরুতে এক মহিলাকে নিয়ে প্রকাশ্য রাস্তায় ঝগড়ায় ব্যস্ত হলেন দু‘জন ৷
ঘটনাটি ঘটে গেল বেঙ্গালুরু -নেলামঙ্গলা হাইওয়ের ওপর ৷ শশীকলা নামের মহিলা কার্যত ঘোল খাইয়ে ছাড়লেন ৷ এই মহিলার প্রাক্তন ও বর্তমান স্বামী তাঁকে নিয়ে লড়াইতে জড়িয়ে পরেন ৷ ন্যাশানাল হাইওয়ে ৪৮ -র ওপর বাভিকেরে ক্রসে ছোট্ট গ্রামের সামনে ঘটে গেল এই ঘটনা ৷ দুই ব্যক্তির নাম চিক্কাবিদারুকাল্লু মূর্তি ও সিদ্দারাজু ৷ রাস্তার ওপর এই ঝগড়ায় থমকে যায় এলাকার যান চলাচল ৷
advertisement
শশীকলা কলাগুণে নেহাতই নিপুণা এমনটাই জানিয়েছে পুলিশ ৷ তাঁর তিনটি বিয়ে ৷ ২০১৭ থেকে তিনি মূ্র্তির সঙ্গে থাকছিলেন ৷ এই মূর্তি আবার আগে থেকে বিবাহিত এবং তাঁর দুটি সন্তানও রয়েছে ৷ এদিকে সিদ্দারাজু গাড়ির চালক -যিনি দীর্ঘদিন ধরে শশীকলাকে বিয়ে করতে চাইছেন ৷ এই দু‘জনেই রাস্তায় ঝামেলায় জড়িয়ে পরেন ৷
advertisement
advertisement
শশীকলার প্রথম বিয়ে দশ বছর টিকেছিল ৷ তারপরেই এক পুরুষ থেকে অন্য পুরুষে অবাধ সম্পর্ক এগিয়ে নিয়ে গেছেন ওই মহিলা ৷ পুলিশ স্টেশনে যখন জিজ্ঞাসা করা হয় শশীকলা কার সঙ্গে থাকতে চান তখন তিনি জানান ওই দুই ব্যক্তিই তাঁর বন্ধু ৷ তিনি আরও জানান ওই দুই ব্যক্তি অত্যন্ত হিংসুটে ৷ এরপর পুলিশ স্টেশন থেকে তিনি অন্য এক পুরুষের সঙ্গে বেরিয়ে যান ৷ পুলিশের মতে তিনি এই শশীকলার আরও এক পুরুষ বন্ধু !
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তাঁকে নিয়ে দুই প্রেমিকের ঝগড়া, তাই তিন নম্বরকেই বাছলেন মহিলা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement