তাঁকে নিয়ে দুই প্রেমিকের ঝগড়া, তাই তিন নম্বরকেই বাছলেন মহিলা
Last Updated:
ছবির হিরোইনদের হার মানিয়ে দিলেন বেঙ্গালুরুর মহিলা
#বেঙ্গালুরু : একেবারে যেন বলিউডি ছবির চিত্রনাট্য ৷ একটি নারী তাঁকে নিয়েই দড়ি টানাটানি ৷ বেঙ্গালুরুতে এক মহিলাকে নিয়ে প্রকাশ্য রাস্তায় ঝগড়ায় ব্যস্ত হলেন দু‘জন ৷
ঘটনাটি ঘটে গেল বেঙ্গালুরু -নেলামঙ্গলা হাইওয়ের ওপর ৷ শশীকলা নামের মহিলা কার্যত ঘোল খাইয়ে ছাড়লেন ৷ এই মহিলার প্রাক্তন ও বর্তমান স্বামী তাঁকে নিয়ে লড়াইতে জড়িয়ে পরেন ৷ ন্যাশানাল হাইওয়ে ৪৮ -র ওপর বাভিকেরে ক্রসে ছোট্ট গ্রামের সামনে ঘটে গেল এই ঘটনা ৷ দুই ব্যক্তির নাম চিক্কাবিদারুকাল্লু মূর্তি ও সিদ্দারাজু ৷ রাস্তার ওপর এই ঝগড়ায় থমকে যায় এলাকার যান চলাচল ৷
advertisement
শশীকলা কলাগুণে নেহাতই নিপুণা এমনটাই জানিয়েছে পুলিশ ৷ তাঁর তিনটি বিয়ে ৷ ২০১৭ থেকে তিনি মূ্র্তির সঙ্গে থাকছিলেন ৷ এই মূর্তি আবার আগে থেকে বিবাহিত এবং তাঁর দুটি সন্তানও রয়েছে ৷ এদিকে সিদ্দারাজু গাড়ির চালক -যিনি দীর্ঘদিন ধরে শশীকলাকে বিয়ে করতে চাইছেন ৷ এই দু‘জনেই রাস্তায় ঝামেলায় জড়িয়ে পরেন ৷
advertisement
advertisement
শশীকলার প্রথম বিয়ে দশ বছর টিকেছিল ৷ তারপরেই এক পুরুষ থেকে অন্য পুরুষে অবাধ সম্পর্ক এগিয়ে নিয়ে গেছেন ওই মহিলা ৷ পুলিশ স্টেশনে যখন জিজ্ঞাসা করা হয় শশীকলা কার সঙ্গে থাকতে চান তখন তিনি জানান ওই দুই ব্যক্তিই তাঁর বন্ধু ৷ তিনি আরও জানান ওই দুই ব্যক্তি অত্যন্ত হিংসুটে ৷ এরপর পুলিশ স্টেশন থেকে তিনি অন্য এক পুরুষের সঙ্গে বেরিয়ে যান ৷ পুলিশের মতে তিনি এই শশীকলার আরও এক পুরুষ বন্ধু !
view commentsLocation :
First Published :
August 09, 2018 7:29 PM IST