কোচবিহারে পরপর ২ দিনে ২ মেয়ের মৃত্যু, অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য
Last Updated:
কোচবিহারে একই পরিবারের দুই মেয়ের মৃত্যু। পর পর দু’দিনে দুই মেয়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য। পরিবারের আরও তিন সন্তান ও মা-ও গুরুতর অসুস্থ।
#কোচবিহার: কোচবিহারে একই পরিবারের দুই মেয়ের মৃত্যু। পর পর দু’দিনে দুই মেয়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য। পরিবারের আরও তিন সন্তান ও মা-ও গুরুতর অসুস্থ।তাঁদের মেখলিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেখলিগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজয় বর্মন। পেশায় দিনমজুর। চার মেয়ে, এক ছেলে ও স্ত্রী নিয়ে সংসার। দিন আনি দিন খাই পরিবার।
জানা গিয়েছে,বড় মেয়ে সুস্মিতা গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিল। শনিবার মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তার হৃদরোগের সমস্যা আছে বলে জানান চিকিৎসকরা। তবু হাসপাতালে ভর্তি না করে বাড়ি নিয়ে আসা হয় মেয়েকে। রাতেই মৃত্যু হয় তার। রবিবার মৃত্যু হয় অসুস্থ মেজ মেয়েরও। রাতে অসুস্থ হয়ে পড়েন বিজয় বর্মনের স্ত্রী ও বাকি তিন ছেলেমেয়েও। স্থানীয় কাউন্সিলরের দাবি, চিকিৎসা না করিয়ে ঝাড়ফুঁক চলত পরিবারে। তার জেরেই মৃত্যু। একই দাবি জেলাশাসকেরও।
advertisement
advertisement
Location :
First Published :
July 30, 2018 11:52 AM IST