আজই শেখ হাসিনাকে সাম্মানিক ডিলিটে সম্মানিত করবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
Last Updated:
ভারত সফরের দ্বিতীয় দিনে আজ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ করবেন প্রতিনিধিত্বও ৷ সকাল থেকেই ঠাসা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তিনি ৷
#কলকাতা: ভারত সফরের দ্বিতীয় দিনে আজ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ করবেন প্রতিনিধিত্বও ৷ সকাল থেকেই ঠাসা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তিনি ৷
একটি বিশেষ বিমানে করে তিনি পৌঁছবেন অন্ডাল বিমানবন্দরে ৷ সেখান থেকে সড়কপথে আসানসোল যাবেন হাসিনা ৷ আজই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করা হবে ৷ তাঁর সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরকেও সাম্মানিক ডিলিট উপাধিতে সম্মান জানানো হবে ৷
advertisement
এরপর কিছু ছোট ছোট অনুষ্ঠানে যোগ দিয়েই তাঁর বিকেলে কলকাতা ফিরে যাওয়ার কথা সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করার কথা আছে ৷ বৈঠক শেষে নেতাজি মিউজিয়াম পরিদর্শন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সব পর্ব নিশ্চিন্তে মেটার পরে রাতের বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷
advertisement
advertisement
Location :
First Published :
May 26, 2018 9:04 AM IST