রাজ্যে বিজেপির হাতে ‘আক্রান্ত’ তৃণমূল, অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির কাছে তৃণমূল প্রতিনিধিরা
Last Updated:
রাজ্যে বিজেপির হাতে ‘আক্রান্ত’ তৃণমূল, অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির কাছে তৃণমূল প্রতিনিধিরা
#নয়াদিল্লি: পঞ্চায়েত ভোটে বিজেপির সন্ত্রাসের অভিযোগ তুলে এবার রাষ্ট্রপতির কাছে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাইসিনায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।
পঞ্চায়েত ভোট ঘিরে শাসকদলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলছে বিরোধীরা। এবার পাল্টা পদক্ষেপ তৃণমূল কংগ্রেসেরও। জোড়াফুল শিবিরের অভিযোগ, বিজেপির হাতে আক্রান্ত হচ্ছেন তৃণমূল নেতা ও কর্মীরা। কয়েকটি জায়গায় এনিয়ে রক্তও ঝরেছে। তৃণমূলের একাধিক অফিসও পোড়ানো হয়েছে। এনিয়ে রাজ্য বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে শাসকদল।
আরও পড়ুন
advertisement
advertisement
আজ, ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে। দেওয়া হয় স্মারকলিপিও।
view commentsLocation :
First Published :
May 03, 2018 1:46 PM IST