কারশেডে পড়ে ৩টি এসি রেক, তবু মেট্রো সমস্যায় নিত্য ভোগান্তি
Last Updated:
সীমিত ক্ষমতায় প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী বহন। আর তা করতে গিয়ে মাঝেমধ্যেই হোঁচট খাচ্ছে শহরের লাইফ লাইন। অথচ কারশেডে পড়ে রয়েছে তিন-তিনটি অত্যাধুনির রেক! মেট্রো কর্তৃপক্ষের দাবি, আরডিএসও-র ফিট সার্টিফিকেট পেলেই ছুটবে নতুন রেক।
#কলকাতা: সীমিত ক্ষমতায় প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী বহন। আর তা করতে গিয়ে মাঝেমধ্যেই হোঁচট খাচ্ছে শহরের লাইফ লাইন। অথচ কারশেডে পড়ে রয়েছে তিন-তিনটি অত্যাধুনির রেক! মেট্রো কর্তৃপক্ষের দাবি, আরডিএসও-র ফিট সার্টিফিকেট পেলেই ছুটবে নতুন রেক।
ক্রমশই বাড়ছে যাত্রী সংখ্যা। কাজের দিনে গড়ে প্রায় সাত লক্ষ যাত্রী নিয়ে ছোটে তিলোত্তমার লাইফ লাইন। অথচ, এখন তারই নাভিশ্বাস ওঠার জোগাড়। কারণ নাকি রেকের অভাব। অথচ, কারশেডে ঢুঁ মারলেই চোখে পড়বে অন্য ছবি। দাঁড়িয়ে রয়েছে চেন্নাই থেকে আসা তিনটি অত্যাধুনিক রেক।
সমস্যা রয়েছে আরও। দরজার চ্যানেলে আটকে থাকা পেনের অংশ, চাবির রিং বা হেয়ার ক্লিপে বিপত্তি ঘটছে বারবার। কালঘাম ছুটছে নোয়াপাড়া কারশেডের কর্মীদের। মেট্রো কর্তৃপক্ষের দাবি, বিদেশ থেকে আরও কিছু রেক আসবে। সব রেক চলে এলে যাত্রীর চাপ অনেকটাই কমবে। পুরনো ছন্দে ছুটবে মেট্রো।
advertisement
advertisement
Location :
First Published :
July 08, 2018 8:46 AM IST