সঞ্জয় দত্ত-র হাজার অনুরোধ সত্ত্বেও এই তারকা দেখতে গেলেন না 'সঞ্জু'
Last Updated:
সঞ্জয় দত্ত-র হাজার অনুরোধ সত্ত্বেও এই তারকা দেখতে গেলেন না 'সঞ্জু'
#মুম্বই: বলিটাউনে এখন 'সঞ্জু' ঝড়! প্রথম তিন দিনেই বক্সঅফিসে ১০০ কোটির ব্যবসা দিয়ে ভেঙেছে ‘বাহুবলী’ (হিন্দি)-র মতো ম্যাগনাম ওপাসের রেকর্ড। এ বার দু’কোটির বেঞ্চমার্কও ছুঁয়ে ফেলল রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিক।
ইন্ডাস্ট্রির নামীদামি থেকে কমদামি... প্রতিটি তারকারা ‘সঞ্জু’-র প্রশংসায় পঞ্চমুখ! কিন্তু বলি ব্রিগেডে এমন একজন তারকা রয়েছেন যিনি সঞ্জয়ের হাজার অনুরোধ সত্ত্বেও ছবিটি দেখতে যাননি! জানেন, তিনি কে?
নামটা শুনলে চমকে উঠবেন! কারণ, তিনি সঞ্জয় দত্তর খুব কাছের মানুষ! প্রাণের বন্ধু! সঞ্জু বাবার যে-কোনও সমস্যায় ঝাঁপিয়ে পড়েন, পাশে থাকেন! তিনি সলমন খান।
advertisement
advertisement
কিন্তু কেন সলমন ছবিটি দেখতে গেলেন না ? বিশেষত, সঞ্জয়ের এত অনুরোধ সত্ত্বেও? এই নিয়ে নানা মুনির নানা মত! অনেকে বলছেন, হয়তো সঞ্জু-সলমনের সম্পর্কে চিড় ধরেছে! আবার অনেকের মত, সলমন তাঁর আন্তর্জাতিক ট্যুর 'দাবাং রিলোডেড' নিয়ে ব্যস্ত! সেই কারণেই ইচ্ছে থাকলেও ছবিটি দেখতে পারেননি! এখন কোনটা সত্যি খোদ 'ভাইজান'ই জানেন!
advertisement
Location :
First Published :
July 06, 2018 5:19 PM IST

