Amazon Quiz: আজই ২৫ হাজার টাকা জেতার সুযোগ Amazon-এ! বারবার আসবে না এই সুযোগ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Amazon Quiz: আজকের দিনটাই সুযোগ। ২৫ হাজার টাকা জিততে কী করতে হবে জেনে নিন।
#নয়াদিল্লি: ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে ডেইলি অ্যাপ কুইজের একটি নতুন সংস্করণ শুরু হয়েছে। অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon আজ তাদের কুইজে Amazon Pay ব্যালেন্সে ২৫ হাজার টাকা জেতার সুযোগ দিচ্ছে। এই কুইজ অ্যামাজনের মোবাইল অ্যাপে চলছে। এই দৈনিক কুইজ প্রতিদিন সকাল ৮ টায় শুরু হয় এবং রাত ১২টা পর্যন্ত চলে। কুইজে সাধারণ জ্ঞান (জিকে) এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাঁচটি প্রশ্ন থাকে।
আরও পড়ুন- একখানা দারুন মোটরসাইকেলের শখ? জানুয়ারি মাসে লঞ্চ হওয়া মডেলগুলি দেখুন
এত বড় পুরস্কার জিততে হলে আপনাকে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। কুইজের সময় জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নে চারটি বিকল্প দেওয়া হয়। আজকের কুইজের বিজয়ীর নাম ৩ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। লাকি ড্রয়ের মাধ্যমে বিজয়ীকে নির্বাচিত করা হবে। তা হলে আর দেরি কেন! এখনই এই কুইজে অংশ নিন। আমরা আপনাদের কিছুটা সহায়তাও করছি।
advertisement
কীভাবে কুইজ খেলতে হয়?
আপনার ফোনে যদি অ্যামাজন অ্যাপ না থাকে, তাহলে কুইজ খেলতে প্রথমে আপনাকে এটি ডাউনলোড করতে হবে।
advertisement
ডাউনলোড এবং ইন্সটল করার পর আপনাকে সাইন ইন করতে হবে।
এর পর অ্যাপটি খুলুন এবং হোম স্ক্রিনে স্ক্রল করুন। যেখানে নীচে আপনি 'Amazon Quiz'-এর ব্যানার পাবেন।
এখানে আমরা আজকের কুইজের পাঁচটি প্রশ্নের পাশাপাশি তাদের উত্তরও বলছি। তাই খেলুন এবং ২৫ হাজার টাকা অ্যামাজন পে ব্যালেন্স জিতে নিন।
advertisement
আরও পড়ুন- সূবর্ণ সুযোগ! দেখে নিন মাইক্রোম্যাক্সের নতুন ফোনে পাওয়া যাচ্ছে যে বিপুল ফিচার
প্রশ্ন 1: 'চাকদা এক্সপ্রেস' ছবিটি কোন বিখ্যাত ক্রিকেটারের জীবনের উপর ভিত্তি করে তৈরি?
উত্তর 1: (D) ঝুলন গোস্বামী।
প্রশ্ন 2: এই প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি ইনস্টিটিউশনস অন ইনোভেশন অ্যাচিভমেন্টস (ARIIA) এর অটল র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান অর্জন করেছে?
advertisement
উত্তর 2: (B) IIT মাদ্রাজ।
প্রশ্ন 3: ব্রিকস ফিল্ম ফেস্টিভ্যালে কোন অভিনেতা 'আসুরান' ছবিতে তাঁর ভূমিকার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন?
উত্তর 3: (সি) ধানুশ.
প্রশ্ন 4: কোন প্রাচীন রাজ্য এই কাঠামো নির্মাণ?
উত্তর 4: (C) Nabataea.
প্রশ্ন 5: এটি কোন দেশের পতাকা?
উত্তর 5: (C) ইন্দোনেশিয়া.
Location :
First Published :
February 02, 2022 4:57 PM IST