Google Translate: দারুণ সুবিধা! এবার ছবির লেখাও হয়ে যাবে অনুবাদ, গুগল ট্রান্সলেট দিয়ে কীভাবে করবেন জানুন

Last Updated:

Google Translate: ফিচারটি আইওএস, অ্যান্ড্রয়েড এবং ওয়েব প্ল্যাটফর্মে উপলব্ধ- ব্যবহার করাও অত্যন্ত সহজ। গুগল ছবি থেকে টেক্সট অনুবাদ করার জন্য ১৩০টি ভাষার বিকল্প দিয়েছে। সিস্টেম টেক্সটটিকে নির্বাচিত ডিফল্ট ভাষায় অনুবাদ করবে।

ছবির লেখাও সহজেই হয়ে যাবে অনুবাদ, গুগল ট্রান্সলেট দিয়ে কীভাবে তা করবেন?
ছবির লেখাও সহজেই হয়ে যাবে অনুবাদ, গুগল ট্রান্সলেট দিয়ে কীভাবে তা করবেন?
এই বছর, গুগল ট্রান্সলেশনের একটি নতুন ফিচার চালু হয়েছে যা ব্যবহারকারীদের তাৎক্ষণিক ভাবে ছবি থেকে অন্যান্য ভাষায় টেক্সট অনুবাদ করার সুযোগ দেয়। ফিচারটি আইওএস, অ্যান্ড্রয়েড এবং ওয়েব প্ল্যাটফর্মে উপলব্ধ- ব্যবহার করাও অত্যন্ত সহজ। এর জন্য যা করতে হবে তা হল ডিভাইসের গুগল ট্রান্সলেটরের সাইটে যেতে হবে৷
গুগলের মতে, ট্রান্সলেট অ্যাপ টেক্সট অনুবাদ করতে ব্যবহারকারীরা ফোনের ক্যামেরা ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, যে কোনও ছবির লেখা বা হাতে লেখা নোটও অনুবাদ করা যেতে পারে।
advertisement
আইওএস, অ্যান্ড্রয়েড এবং ওয়েবে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ছবি থেকে টেক্সট অনুবাদ করতে, এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:
advertisement
আইওএস: ক্যামেরা দিয়ে টেক্সট অনুবাদ করতে
– ব্যবহারকারীদের আইফোন বা আইপ্যাডে, ট্রান্সলেট অ্যাপ খুলতে হবে
– যে ভাষা থেকে অনুবাদ করতে চান তা সিলেক্ট করতে হবে
– নিচে, একটি ভাষা সিলেক্ট করে তাতে আলতো করে প্রেস করতে হবে
– এরপর নিচে, যে ভাষাতে অনুবাদ করতে চান সেটি নির্বাচন করতে হবে
advertisement
– টেক্সট বক্সের নিচে, ক্যামেরা অপশনে ট্যাপ করতে হবে
-ইতিমধ্যে ক্যাপচার করা রয়েছে এমন একটি ছবি থেকে টেক্সট অনুবাদ করতে গ্যালারি অপশনে যেতে হবে
অ্যান্ড্রয়েড: ক্যামেরা দিয়ে টেক্সট ট্রান্সলেট করতে –
– অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট খুলে ট্রান্সলেট অ্যাপ খুলতে হবে
– যে ভাষাগুলি থেকে অনুবাদ করতে চান তা সিলেক্ট করতে হবে
advertisement
– একটি ভাষা সিলেক্ট করে তাতে প্রেস করতে হবে
– যে ভাষায় অনুবাদ করতে চান তা নির্বাচন করতে হবে
– অ্যাপের হোম স্ক্রিনে, ক্যামেরা অপশনে প্রেস করতে হবে
– ইতিমধ্যে ক্যাপচার করা রয়েছে এমন একটি ছবি থেকে টেক্সট অনুবাদ করতে নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করতে হবে
– অনুবাদ করতে চান এমন টেক্সটের দিকে ক্যামেরা নির্দেশ করতে হবে
advertisement
– ক্যামেরা ভিউতে অনূদিত টেক্সট ফ্রিজ করতে, শাটার প্রেস করতে হবে
ওয়েব:
– ডেস্কটপে গুগল ট্রান্সলেট ওয়েবসাইট খুলতে হবে
– উপরের বাম দিকে পিকচার ট্যাবে ক্লিক করতে হবে
– অনুবাদ করা প্রয়োজন এমন ছবি ব্রাউজ করতে হবে
– অনুবাদের জন্য একটি .jpg, .jpeg বা .png ছবি আপলোড করতে পারেন ইউজার
advertisement
– স্ক্রিনে আসল এবং অনুবাদিত ছবি দেখতে পাবেন তিনি
গুগল ছবি থেকে টেক্সট অনুবাদ করার জন্য ১৩০টি ভাষার বিকল্প দিয়েছে। সিস্টেম টেক্সটটিকে নির্বাচিত ডিফল্ট ভাষায় অনুবাদ করবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Translate: দারুণ সুবিধা! এবার ছবির লেখাও হয়ে যাবে অনুবাদ, গুগল ট্রান্সলেট দিয়ে কীভাবে করবেন জানুন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement