Bikes: ভারতে Yamaha-র বিরাট চমক! বাইকারদের বহু বছরের অপেক্ষা শেষ! দেড় লাখ টাকায় আসছে দেখার মতো সুন্দর বাইক

Last Updated:

Yamaha Motor India সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে দুটি নতুন মোটরসাইকেল এবং দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে।

News18
News18
কলকাতা: পণ্যের দুনিয়ার নিয়মই এই- এক আসে, তো অন্য যায়! আর সত্যি বলতে কী, প্রযুক্তির এই যুগে দুচাকার গাড়িতেও রোজ নিত্যনতুন সব ফিচার আসছে। যেমন তাদের ফিচার, তেমনই তাদের চোখধাঁধানো লুক। তবে, যতই যা-ই হোক, এও দেখা গিয়েছে যে প্রতিযোগিতার বাজারে কোনও এক নির্দিষ্ট পণ্য ক্রেতার মন জুড়ে থাকে। ভারতের দুচাকার বাজারে এত দিন এই জায়গা ধরে রেখেছিল বাজাজ পালসার। কিন্তু বাজার বিশেষজ্ঞরা বলছেন এবার তা সমস্যায় পড়তে চলেছে!
আসলে, Yamaha Motor India সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে দুটি নতুন মোটরসাইকেল এবং দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। Yamaha XSR155-এর প্রারম্ভিক মূল্য ১.৫০ লাখ, আর Yamaha FZ-Rave এর দাম ১.১৭ লাখ (এক্স-শোরুম, দিল্লি)। Yamaha Aerox Electric এবং EC-06 ইলেকট্রিক স্কুটারগুলিও এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
ইঞ্জিন- Yamaha FZ-Rave-এর ইঞ্জিন এবং বেশ কয়েকটি উপাদান FZ-S মডেলের মতো একই রকমের রাখা হয়েছে; তবে, এর নকশা এবং স্টাইলিং আলাদা। এটি দুটি রঙের বিকল্পে আসে: মেটালিক ব্ল্যাক এবং ম্যাট টাইটান। Yamaha FZ-Rave-কে শক্তিশালী করে তুলেছে একটি ১৪৯cc, এয়ার-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন যা ৫-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১২.৪bhp শক্তি এবং ১৩.৩Nm টর্ক উৎপন্ন করে। বাইকটির উভয় প্রান্তে ডিস্ক ব্রেক রয়েছে, যা সিঙ্গল-চ্যানেল ABS (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম) দ্বারা সাপোর্টেড রয়েছে।
advertisement
advertisement
ইঞ্জিন: ১৪৯cc, এয়ার-কুলড, সিঙ্গল-সিলিন্ডার
– পাওয়ার: ১২.৪bhp
– টর্ক: ১৩.৩Nm
– গিয়ারবক্স: ৫-স্পিড
অ্যালয় হুইল দিয়ে সজ্জিত
নতুন FZ-Rave-এ ১৭ ইঞ্চির সামনের এবং পিছনের অ্যালয় হুইল রয়েছে। এর ১৩-লিটার ফুয়েল ট্যাঙ্ক, ৭৯০ মিমি আসনের উচ্চতা এবং ১৬৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। বাইকটির ওজন ১৩৬ কেজি, যা এটিকে FZ-S-এর তুলনায় ১ কেজি হালকা করে তোলে।
advertisement
এই বৈশিষ্ট্যগুলিও উপস্থিত রয়েছে
Yamaha FZ-Rave অন্যান্য FZ মডেলের তুলনায় স্পোর্টি লুক পেয়েছে একটি হেডলাইট ডিজাইন, একটি সম্পূর্ণ LED আলো সেটআপ এবং লাল চাকা সহ। বাইকটিতে একটি ছোট LCD কনসোল রয়েছে যা জ্বালানির স্তর, গতি, ওডোমিটার এবং একাধিক ট্রিপমিটার রিডআউট প্রদর্শন করে।
আরও পড়ুন- ভারতে আসছে OnePlus 15, ইভেন্টের লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কীভাবে দেখবেন? জানুন
প্রতিযোগিতা: প্রতিযোগিতামূলক দামের কারণে নতুন Yamaha FZ-Rave সরাসরি Suzuki Gixxer 150, Bajaj Pulsar 150 এবং TVS Apache RTR 160 2V-এর সঙ্গে প্রতিযোগিতা করছে। Yamaha FZ-S Fi-এর তুলনাতেও এটি ৬৭৪৫ টাকা সস্তা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Bikes: ভারতে Yamaha-র বিরাট চমক! বাইকারদের বহু বছরের অপেক্ষা শেষ! দেড় লাখ টাকায় আসছে দেখার মতো সুন্দর বাইক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement