Yamaha Neo Electric Scooter: একটুও স্ক্র্যাচ পড়বে না গাড়িতে, Yamaha লঞ্চ করল এমন দুর্দান্ত স্কুটার

Last Updated:

Yamaha Neo Electric Scooter: স্ক্র্যাচ পড়ার ভয় নেই এই স্কুটারে। Yamaha-র এই দারুন স্কুটার বাজারে এল।

নয়াদিল্লি: গাড়িতে স্ক্র্যাচ পড়বে না! এমনটা আবার হয় নাকি! হয়। এবার ইয়ামাহা এমন একটি স্কুটার লঞ্চ করল যাতে স্ক্র্যাচ পড়বে না। বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটার।
ইউরোপের বাজারে ইয়ামাহা তাদের ইলেকট্রিক স্কুটার নিও লঞ্চ করেছে। ইউরোপে এই স্কুটারটির দাম নির্ধারণ করা হয়েছে ৩,০০৫ ইউরো। অর্থাত্ ভারতে এটির দাম হতে পারে প্রায় ২.৫২ লক্ষ টাকা। ইয়ামাহা জানিয়েছে, মে ২০২২ থেকে এই বৈদ্যুতিক স্কুটার ইউরোপের বাছাই করা দেশগুলিতে পাওয়া যাবে।
আরও পড়ুন- এক চার্জে চলবে ১৯০ কিলোমিটার! নতুন ই-বাইকের আকর্ষণীয় দাম অবাক করা
Yamaha Neo EV এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 50 CC ইঞ্জিন দেওয়া হয়েছে এই স্কুটারে।
advertisement
advertisement
ইয়ামাহা ইলেকট্রিক স্কুটারটিকে স্ট্যান্ডার্ড মডেল থেকে বেশ কয়েকটি পার্টস দিয়েছে। তার মধ্যে একটি দুর্দান্ত লুকিং টুইন হেডলাইট সেটআপ রয়েছে। এর স্টাইলিং এবং ডিজাইন দারুন। সামগ্রিকভাবে স্কুটারটি খুব আকর্ষণীয় দেখাচ্ছে।
স্ক্র্যাচ এড়াতে ডিজাইন করা হয়েছে-
ইয়ামাহা নিও ইলেকট্রিক স্কুটারটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এতে ছোটখাটো স্ক্র্যাচ থেকে রক্ষা করা যাবে। EV একটি হাব-মাউন্টেড ব্রাশলেস ডিসি মোটর দ্বারা চালিত হবে। এটি STD মোডে 2.06 kW পাওয়ার জেনারেট করবে।
advertisement
আরও পড়ুন- নতুন বাইক কিনবেন, বাজাজের নতুন ডমিনার ২৫০ সম্পর্কে জানলে অবাক হবেন!
এই স্কুটারের গতি সর্বোচ্চ ৪০ কিলোমিটারে সীমাবদ্ধ করা হয়েছে। ইকো মোডে এর পাওয়ার 1.58 কিলোওয়াটে নেমে যাবে। তখন এটির সর্বোচ্চ গতি ৩৫ কিমি/ঘন্টায় নেমে আসে। স্কুটারটির ইকো মোডে ৩৮.৫ কিমি রেঞ্জ রয়েছে। তবে আলাদা ব্যাটারি প্যাক ইনস্টল করা হলে রেঞ্জ বেড়ে হবে 68 কিলোমিটারে৷
advertisement
রিমুভেবল ব্যাটারি-
ইয়ামাহা এই স্কুটারের সঙ্গে একটি রিমুভেবল ৫০.৪ ভোল্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক দিয়েছে। এটির ওজন ৮ কেজি। বাড়ির সকেট থেকে এটি সম্পূর্ণরূপে চার্জ করতে মোট ৮ ঘন্টা সময় লাগবে। নিও ইলেকট্রিক স্কুটারের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে- স্মার্ট কী এবং একটি এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এটি স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে।
এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার-এ রাইডার ব্যাটারি সংক্রান্ত তথ্য, রুটের তথ্য, কল এবং মেসেজ সম্পর্কে তথ্য পাবেন। এছাড়া সিটের নিচে ২৭ লিটার জায়গা দেওয়া হয়েছে। আলাদা ব্যাটারি প্যাক ইনস্টল করলে জায়গা অবশ্য কমে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Yamaha Neo Electric Scooter: একটুও স্ক্র্যাচ পড়বে না গাড়িতে, Yamaha লঞ্চ করল এমন দুর্দান্ত স্কুটার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement