চিনের সেনার সঙ্গে কাজ করার অভিযোগে আমেরিকায় ব্ল্যাকলিস্টে Xiaomi-সহ ৯টি কোম্পানি

Last Updated:

কমিউনিস্ট চাইনিজ মিলিটারি কোম্পানির সঙ্গে কাজ করার অভিযোগ উঠেছে এই ৯টি কোম্পানির বিরুদ্ধে

#ওয়াশিংটন: চিনা সেনার সঙ্গে গোপনে কাজ করার অভিযোগে বেশ কয়েকটি কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড করল আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক। তার মধ্যে রয়েছে চিনের মোবাইল প্রস্তুতকারক সংস্থা Xiaomi-ও। কমিউনিস্ট চাইনিজ মিলিটারি কোম্পানির সঙ্গে কাজ করার অভিযোগ উঠেছে এই ৯টি কোম্পানির বিরুদ্ধে। তাদের দাবি, সোজাসুজি ভাবে আমেরিকা থেকে বা আমেরিকার বাইরে থেকে Xiaomi এই কাজ চালাচ্ছে। আমেরিকার সংবিধানের ন্যাশানাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট ১৯৯৯-এর ১২৩৭ ধারা অনুযায়ী এই কোম্পানিগুলিকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে।
গতকাল আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই সংক্রান্ত একটি ঘোষণা করা হয়। তবে, কী ভাবে Xiaomi এই তালিকায় ঢুকল, সে বিষয়ে সে ভাবে কিছু জানায়নি মন্ত্রক। এই সংস্থা সাধারণত কনজিউমার প্রোডাক্ট বিক্রি করে। তবে, তাদের কথা, কমিউনিস্ট চাইনিজ মিলিটারি কোম্পানির সঙ্গে কাজ করার প্রমাণ মিলেছে।
এদিকে, নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে Xiaomi-র মুখপাত্র জানিয়েছেন, ব্যবসার ক্ষেত্রে সমস্ত আইন-কানুন মেনে কাজ করে তাঁদের সংস্থা এবং আইনসংক্রান্ত সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সম্মতি মেনে পদক্ষেপ করা হয়। তিনি বলেন, Xiaomi মানুষের কমার্শিয়াল ইউজের জন্য বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে। এই কোম্পানি কোনও ভাবেই চাইনিজ মিলিটারির দ্বারা প্রভাবিত নয়, চালিত নয় বা তাদের মালিকাধীন নয়। এবং অবশ্যই কমিউনিস্ট চাইনিজ মিলিটারি কোম্পানির হয়ে এটি কাজ করে না। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই সংস্থা শেয়ারহোল্ডারদের স্বার্থে ও লভ্য়াংশ রক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।
advertisement
advertisement
সংস্থার মুখপাত্র আরও জানান, Xiaomi এই বিষয়টি নিয়ে ও এর প্রভাব নিয়ে পর্যালোচনা করছে। শেষ পর্যন্ত সংস্থা ঠিক কী সিদ্ধান্ত নিল, তা পরে জানানো হবে।
সংবাদ সংস্থা Reuters-এর রিপোর্ট অনুযায়ী, চলতি বছর ১১ নভেম্বরের মধ্যে এই ব্ল্যাকলিস্টেড কোম্পানিগুলিতে যাদের শেয়ার আছে, তাদের তা তুলে নিতে হতে পারে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প (Donald Trump) গত বছর নভেম্বর মাসেই এই নথিতে সই করেন। এর আগে Huawei ও চিপ প্রস্তুতকারক সংস্থা SMIC-কেও ব্ল্যাকলিস্টেড করেছিল আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক।
advertisement
এদিকে, এটা এখনও পরিষ্কার নয়, Xiaomi-র আমেরিকায় ব্যবসার পরিস্থিতি আগামী দিনে কী হতে চলেছে। কারণ Qualcomm-এর মতো আমেরিকার বেশ কয়েকটি কোম্পানির Xiaomi-তে শেয়ার রয়েছে। তারা চলতি বছর নভেম্বরের মধ্যে পুরো বিষয়টি গুটিয়ে নিতে পারে কি না সেটাও এখন দেখার!
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
চিনের সেনার সঙ্গে কাজ করার অভিযোগে আমেরিকায় ব্ল্যাকলিস্টে Xiaomi-সহ ৯টি কোম্পানি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement