World's Lowest Car: নেই দরজা এবং টায়ার! ভূমির সঙ্গে মিশে থাকা বিশ্বের নিম্নতম গাড়ি দেখে বিস্মিত নেটিজেনরা

Last Updated:

World's Lowest Car: যেখানে অটোমোবাইল শিল্প ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে, সেখানে এই অভিনব গাড়ি বাজিমাত করেছে

বিশ্ব জুড়ে অসম্ভবকে সম্ভব করে তুলছে প্রকৃতি৷ সেই ট্রেন্ড থেকে মুক্ত নয় অটোমোবাইল বা গাড়িশিল্পও৷ নিত্যনতুন ফিচার্স এবং ডিজাইনে তাঁরা সাজিয়ে তুলেছেন গাড়ির সারিকে৷ সেই তালিকায় নতুন সংযোজন পৃথিবীর নিচুতম গাড়ি৷ ইন্টারনেটে আপাতত ভাইরাল এই অভিনব বাহন৷ সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অভিভূত একরত্তি বাহনকে দেখে৷ ইন্টারনেটে ভাইরাল সেই গাড়ি৷ যেখানে অটোমোবাইল শিল্প ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে, সেখানে এই অভিনব গাড়ি বাজিমাত করেছে৷
ট্যুইটারে গাড়ির ভিডিওটি শেয়ার করেছেন ম্যাসিমো৷ ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে সায়ান রঙের গাড়িটি রাজপথে চলছে৷ একে গাড়ি বলে মানতেই নারাজ অনেকে৷ কারণ এই বাহনে দরজা বা টায়ার নেই৷ যাঁরা গাড়িটিকে দেখেছেন, তাঁরা বিস্মিত৷ নজর কেড়েছে গাড়ির বনেট৷ কারণ বনেটের সুবাদে রাজপথে কার্যত ভেসে চলে গাড়িটি৷ ভূমির সঙ্গে প্রায় মিশে থাকা গাড়িটির চার দিকেই রয়েছে জানালা৷
advertisement
advertisement
গাড়িটির ভিডিও প্রথমে শেয়ার করেছিল ইউটিউব চ্যানেল ক্যারামাঘেডন৷ তারা দেখিয়েছিল কীভাবে একটি ভাঙা গাড়িকে রূপান্তর করা হয়েছে বিশ্বের নিচুতম গাড়িতে৷ গাড়িতে রয়েছে একটি রোবট এবং সামনে একটি গোপ্রো ক্যামেরা৷ যাতে চলার পথ স্পষ্ট দেখতে পান চালক৷
advertisement
সোশ্যাল মিডিয়ার ক্যাপশনে বলা হয়েছে, ‘‘এটাই বিশ্বের নিম্নতম গাড়ি৷’’ ট্যুইটারে শেয়ার করার পর থেকে ভিউজ ছাপিয়ে গিয়েছে ৩৮ মিলিয়ন৷ লাইক এসেছে ১১.৪ লক্ষ৷ নেটিজেন তথা বাহনবিলাসীরা বিস্ময়ে বাকরুদ্ধ অভিনব এই বাহনকে দেখে৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
World's Lowest Car: নেই দরজা এবং টায়ার! ভূমির সঙ্গে মিশে থাকা বিশ্বের নিম্নতম গাড়ি দেখে বিস্মিত নেটিজেনরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement