World's Lowest Car: নেই দরজা এবং টায়ার! ভূমির সঙ্গে মিশে থাকা বিশ্বের নিম্নতম গাড়ি দেখে বিস্মিত নেটিজেনরা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
World's Lowest Car: যেখানে অটোমোবাইল শিল্প ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে, সেখানে এই অভিনব গাড়ি বাজিমাত করেছে
বিশ্ব জুড়ে অসম্ভবকে সম্ভব করে তুলছে প্রকৃতি৷ সেই ট্রেন্ড থেকে মুক্ত নয় অটোমোবাইল বা গাড়িশিল্পও৷ নিত্যনতুন ফিচার্স এবং ডিজাইনে তাঁরা সাজিয়ে তুলেছেন গাড়ির সারিকে৷ সেই তালিকায় নতুন সংযোজন পৃথিবীর নিচুতম গাড়ি৷ ইন্টারনেটে আপাতত ভাইরাল এই অভিনব বাহন৷ সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অভিভূত একরত্তি বাহনকে দেখে৷ ইন্টারনেটে ভাইরাল সেই গাড়ি৷ যেখানে অটোমোবাইল শিল্প ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে, সেখানে এই অভিনব গাড়ি বাজিমাত করেছে৷
ট্যুইটারে গাড়ির ভিডিওটি শেয়ার করেছেন ম্যাসিমো৷ ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে সায়ান রঙের গাড়িটি রাজপথে চলছে৷ একে গাড়ি বলে মানতেই নারাজ অনেকে৷ কারণ এই বাহনে দরজা বা টায়ার নেই৷ যাঁরা গাড়িটিকে দেখেছেন, তাঁরা বিস্মিত৷ নজর কেড়েছে গাড়ির বনেট৷ কারণ বনেটের সুবাদে রাজপথে কার্যত ভেসে চলে গাড়িটি৷ ভূমির সঙ্গে প্রায় মিশে থাকা গাড়িটির চার দিকেই রয়েছে জানালা৷
advertisement
advertisement
গাড়িটির ভিডিও প্রথমে শেয়ার করেছিল ইউটিউব চ্যানেল ক্যারামাঘেডন৷ তারা দেখিয়েছিল কীভাবে একটি ভাঙা গাড়িকে রূপান্তর করা হয়েছে বিশ্বের নিচুতম গাড়িতে৷ গাড়িতে রয়েছে একটি রোবট এবং সামনে একটি গোপ্রো ক্যামেরা৷ যাতে চলার পথ স্পষ্ট দেখতে পান চালক৷
The lowest car in the world
[📹 carmagheddon (IT): https://t.co/9z0IrZySua]pic.twitter.com/AvExqIFJnA
— Massimo (@Rainmaker1973) June 25, 2023
advertisement
সোশ্যাল মিডিয়ার ক্যাপশনে বলা হয়েছে, ‘‘এটাই বিশ্বের নিম্নতম গাড়ি৷’’ ট্যুইটারে শেয়ার করার পর থেকে ভিউজ ছাপিয়ে গিয়েছে ৩৮ মিলিয়ন৷ লাইক এসেছে ১১.৪ লক্ষ৷ নেটিজেন তথা বাহনবিলাসীরা বিস্ময়ে বাকরুদ্ধ অভিনব এই বাহনকে দেখে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2023 10:05 AM IST