Winter Tips: রুম হিটার নিয়ে ছেলেখেলা নয়, ‘এই’ ৫ ভুলে মৃত্যু পর্যন্ত হতে পারে! জেনে নিন বিশদে

Last Updated:

Room Heater: শুধু মেরঠে নয়। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম কিছু ঘটনা সামনে আসার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে।

রুম হিটার নিয়ে ছেলেখেলা নয়, ‘এই’ ৫ ভুলে মৃত্যু পর্যন্ত হতে পারে, দেখে নিন বিশদে
রুম হিটার নিয়ে ছেলেখেলা নয়, ‘এই’ ৫ ভুলে মৃত্যু পর্যন্ত হতে পারে, দেখে নিন বিশদে
মেরঠের মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। রুম হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ৮৬ বছর বয়সী এক বৃদ্ধা। পরদিন সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশি তদন্তে উঠে আসে, হিটার থেকে নির্গত কার্বন মনোঅক্সাইড গ্যাসের জেরেই মৃত্যু হয়েছে তাঁর।
শুধু মেরঠে নয়। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম কিছু ঘটনা সামনে আসার পরথেকেই আতঙ্ক ছড়িয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন, রুম হিটার খুব সাবধানে ব্যবহার করা উচিত। নাহলে বড় ক্ষতি হতে পারে।
advertisement
advertisement
শীতকালে অনেকেই রুম হিটার বা ব্লোয়ার চালিয়ে ঘুমিয়ে পড়েন। কয়েক মিনিটে ঘর গরম হয়ে যায় ঠিকই। কিন্তু শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়ে। দীর্ঘদিন টানা ব্যবহার করলে বিপদের সম্ভাবনাও থাকে। তাই রুম হিটার ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি।
রুম হিটার খোলাই পড়ে থাকে। ধুলো, ময়লা পড়ে। অবশ্য চাপা দিয়েও খুব একটা ধুলো, ময়লা আটকানো যায় না। তাই ব্যবহারের আগে ভাল করে পরিষ্কার করে নেওয়াই ভাল। নাহলে হিটার চালালে দুর্গন্ধ ছাড়বে।
advertisement
বন্ধ ঘরে দীর্ঘক্ষণ রুম হিটার চালিয়ে রাখতে নেই। ব্লোয়ারের ক্ষেত্রেও একই কথা খাটে। হিটার যখন চলে কার্বন মনোঅক্সাইড গ্যাস তৈরি হয়। সারা ঘরে ছড়িয়ে পড়ে। এই গ্যাসের কোনও গন্ধ নেই, কিন্তু বিষাক্ত। দরজা-জানলা বন্ধ থাকলে অক্সিজেনের অভাব হতে পারে। ফলে শ্বাসকষ্ট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
দিন হোক বা রাত, রুম হিটার চালিয়ে ঘুমনো উচিত নয়। শোওয়ার ঘণ্টাখানেক আগে হিটার চালালেই যথেষ্ট। ঘর গরম হতে বেশিক্ষন লাগে না। শুতে যাওয়ার আগে হিটার বন্ধ করে দিতে হবে। পাশাপাশি রুম হিটারকে শিশুদের নাগালের বাইরে রাখা উচিত। যেন কোনওভাবেই তারা হাত দিতে না পারে।
advertisement
হিটার চালানোর সময় যেন ঘরের সব দরজা-জানলা বন্ধ না থাকে। ঘরে যেন তাজা বাতাস ঢুকতে পারে। বায়ু চলাচলের যথেষ্ট জায়গা রাখা প্রয়োজন। তাই হিটার চালানোর সময় জানালাগুলো অল্প খুলে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
হিটারের আশপাশে যেন প্লাস্টিকের ব্যাগ, কাগজ, কাপড় বা দাহ্য পদার্থ না থাকে। আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হিটার চালানোর সময় এই বিষয়টা মাথায় রাখতে হবে। সতর্ক থাকতে হবে।
advertisement
বাড়িতে যদি অ্যাস্থমা বা শ্বাসকষ্টের রোগী থাকে, তাহলে সেই ঘরে হিটার না চালানোই ভাল। কারণ কার্বন মনোঅক্সাইড গ্যাস অ্যাস্থমার রোগীদের জন্য ক্ষতিকারক। বাড়াবাড়ি হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Winter Tips: রুম হিটার নিয়ে ছেলেখেলা নয়, ‘এই’ ৫ ভুলে মৃত্যু পর্যন্ত হতে পারে! জেনে নিন বিশদে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement