বেশিরভাগ ফোনেই থাকে না হেডফোন জ্যাক! কিন্তু কেন, জেনে নিন আসল কারণ
- Published by:Suman Majumder
Last Updated:
Smartphone headphone jack: প্রাথমিকভাবে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি থেকে হেডফোন জ্যাক সরানো হয়েছিল। পরে মিড-রেঞ্জ ফোন থেকেও সরিয়ে দেওয়া হয় হেডফোন জ্যাক।
কলকাতা: একটা সময় ছিল যখন সমস্ত মোবাইল ডিভাইসের সঙ্গেই হেডফোন জ্যাক দেওয়া হত বিনামূ্ল্যে। মোটামুটি ২০১৬ সালের পর থেকেই Apple, LeEco এবং Moto এর মতো সংস্থা তাদের ফোন থেকে ৩.৫ মিমি হেডফোন জ্যাক সরিয়ে দিয়েছে।
প্রাথমিক ভাবে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি থেকে হেডফোন জ্যাক সরানো হয়েছিল। পরবর্তীকালে মিড-রেঞ্জ ফোন থেকেও সরিয়ে দেওয়া হয় হেডফোন জ্যাক। কিন্তু কেন এমন করা হল, জেনে নেওয়া যাক আসল কারণ—
আরও পড়ুন- এক টন, ২ টন! এসি কিনতে গেলে শুনতে হয় এই 'টন' শব্দটি, এর মানে কী? জেনে নিন
ফোনের প্যাকেজ থেকে ৩.৫ মিমি হেডফোন জ্যাক সরিয়ে নেওয়ার পিছনে তিনটি প্রধান কারণ থাকতে পারে বলে মনে করা হয়।
advertisement
advertisement
প্রথমত, ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং উন্নত করা।
দ্বিতীয়ত, বাজারের চাহিদা পরিবর্তন আনা
তৃতীয়ত, গ্রাহকের আগ্রহ পরিবর্তন করে তৃতীয় সামগ্রীর বিক্রয় বৃদ্ধি।
ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং-এর বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। স্মার্টফোন ডিভাইস থেকে হেডফোন জ্যাক সরিয়ে ফেলার ফলে ফোনটিকে কমপ্যাক্ট এবং পাতলা হয়ে যাবে। ইঞ্জিনিয়াররা সেখানে অন্য কোনও উপাদান ইনস্টল করতে পারেন।
শুধু তাই নয়, ৩.৫ মিমি জ্যাকের জন্য প্রয়োজনীয় ওপেন পোর্টের কারণে ফোনটি জলরোধী হয়ে উঠতে পারে না। আসলে ডিভাইসে যত কম ওপেন পোর্ট থাকবে ততই তার পক্ষে জলরোধী হওয়া সুবিধাজনক হবে।
advertisement
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে স্মার্টফোন ডিভাইসে অডিও-র উন্নতি হয়েছে। বেশিরভাগ স্মার্টফোন নির্মাতা সংস্থাই ওয়্যারলেস অডিও প্রযুক্তিকে আগের চেয়ে উন্নত করেছে। ফলে ওয়্যারলেস বাড-এও উচ্চ মানের আওয়াজ পাওয়া সম্ভব। গ্রাহকের কাছেও ওয়্যারলেস ইয়ারবাড অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে।
আরও পড়ুন- WhatsApp-এ সকাল সকাল 'Good Morning' মেসেজ পাঠান! এবার সাবধান
বিক্রয়ও একটা বড় বিষয়। তৃতীয় পক্ষের সংস্থাগুলি তো ইয়ারবাড তৈরি করেই। এমনকী স্মার্টফোন নির্মাণকারী সংস্থাও উন্নত মানের ইয়ারবাড তৈরি করে। ফলে ব্যবসা অন্য মাত্রা পায়। ফোন নির্মাতা সংস্থাগুলি আবার তাদের পণ্য কেনার জন্য অনেক ধরনের অফারও দেয়।
advertisement
তবে এখনও সমস্ত স্মার্টফোনের প্যাকেজ থেকে ৩.৫ মিমি হেডফোন জ্যাক সরিয়ে ফেলা হয়নি। কোনও কোনও ফোনে এখনও সেগুলি পাওয়া যায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2023 7:44 PM IST