Kim Jong Un's Smartphone : কিমের হাতে অত্যাধুনিক ফোন! কোথা থেকে এল এই ফোন? চুলচেরা বিশ্লেষণ দুনিয়া জুড়ে!

Last Updated:

Kim Jong Un's Smartphone : উত্তর কোরিয়ার কিম জং উনের একটি ছবি প্রকাশিত হয়েছে সেদেশেরই সংবাদপত্রে। সেখানে দেখা মিলেছে একটি ফোল্ডেবল স্মার্টফোনের। তারপর থেকেই সারা বিশ্ব জুড়ে শুরু হয়েছে চর্চা, কোন সংস্থার স্মার্টফোন ব্যবহার করছেন কিম?

কোন সংস্থার স্মার্টফোন ব্যবহার করছেন কিম
কোন সংস্থার স্মার্টফোন ব্যবহার করছেন কিম
নিত্য নতুন আধুনিক গ্যাজেট না কি তাঁর বড় প্রিয়। কিন্তু সেই গ্যাজেট তাঁর হাতে এল কোথা থেকে, আপাতত তা নিয়েই উত্তাল সারা বিশ্ব।
সাধারণ কেউ নন। তিনি উত্তর কোরিয়ার কিম জং উন। সম্প্রতি তাঁর একটি ছবি প্রকাশিত হয়েছে সেদেশেরই সংবাদপত্রে। সেখানে দেখা মিলেছে একটি ফোল্ডেবল স্মার্টফোনের। তারপর থেকেই সারা বিশ্ব জুড়ে শুরু হয়েছে চর্চা, কোন সংস্থার স্মার্টফোন ব্যবহার করছেন কিম! কোথায় পেলেন এই ফোন!
কিন্তু কেন এত উৎসাহ মানুষের মধ্যে?
স্বৈরাচারী নেতা হিসেবে কুখ্যাতি রয়েছে কিম জং উনের। তাই কোনও না কোনও কারণে আলোচনার কেন্দ্রে থাকেন— সে তাঁর খামখেয়ালি মনোভাব হোক বা বিলাসবহুল জীবনযাত্রা বা ক্রমশ বেড়ে চলা ওজন।
advertisement
advertisement
কিন্তু এবার যে প্রশ্নটি উঠছে তা এত সরল নয়। আসলে গত বুধবার উত্তর কোরিয়া Hwasong-18 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র রোডং সিনমুন-এ এই উৎক্ষেপণের একটি ছবি প্রকাশিত হয়েছে। সেই ছবিতেই দেখা যাচ্ছে কিম জং উন চেয়ারে বসে রয়েছেন আর তাঁর সামনের টেবিলে রাখা একটি একটি ফোল্ডেবল ফোন রুপোলি স্মার্টফোন, কালো কভারে ঢাকা। অনেকেই মনে করছেন ফোনটি হয় Samsung Galaxy Z Flip অথবা, Huawei Pocket S।
advertisement
কিন্তু এই স্মার্টফোন পাওয়া কি কিম জং উনের পক্ষে এতই কষ্টকর!
সমস্যা অন্য জায়গায়। স্বৈরতন্ত্রী শাসন ব্যবস্থা চালানোর কারণে উত্তর কোরিয়ার উপর জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞা রয়েছে। তার ফলে কিম ওই সব বৈদ্যুতিন পণ্য আমদানি-রফতানি করতে পারেন না।
advertisement
তাই দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্র সরাসরি প্রশ্ন তুলেছে Samsung বা Huawei-এর স্মার্টফোন উত্তর কোরিয়ায় ঢুকল কী করে! সংবাদপত্রটির দাবি, চিন থেকে অবৈধ ভাবে উত্তর কোরিয়ায় আসছে ওই সব বৈদ্যুতিন পণ্য।
এদিকে কিমের নানা রকমের গ্যাজেটের খুব শখ। এর আগেও তাঁকে iPad, MacBook-সহ অনেক রকমের Apple গ্যাজেট ব্যবহার করতে দেখা গিয়েছে।
advertisement
বিতর্ক নতুন নয়—
বেশ কয়েক বছর আগেও কিম-এর কাছে থাকা একটি স্মার্টফোন নিয়ে বিতর্ক হয়েছিল। সেই সময়ও কাঠগড়ায় তোলা হয়েছিল Samsung-কে। কিন্তু সেবার কড়া প্রতিক্রিয়া দিয়ে সংস্থাটি জানিয়েছিল, তারা ১০০ শতাংশ নিশ্চিত যে একনায়কের ফোনটি তাদের তৈরি নয়। অন্য দিকে, HTC সেবার কোনও বিতর্কে না গিয়ে সরাসরি বিবৃতি গিয়েছিল প্রতিটি গ্রাহককে পরিষেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে!
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Kim Jong Un's Smartphone : কিমের হাতে অত্যাধুনিক ফোন! কোথা থেকে এল এই ফোন? চুলচেরা বিশ্লেষণ দুনিয়া জুড়ে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement