WhatsApp-এ আসছে নয়া ফিচার, এবার প্রতিটি চ্যাটের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ব্যবহারকারীরা এতে প্রতিটি থিম অনুযায়ী আলাদা ওয়ালপেপারের অপশন পেয়ে পাবেন
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ফের একবার অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য নতুন ফিচার তৈরি করছে। জানা গিয়েছে যে হোয়াটসঅ্যাপ গুগল বিটা প্রোগ্রামে নতুন ভার্সন ২.২০.১৯৯.৫ সাবমিট করেছে। এই আপডেটে হোয়াটসঅ্যাপ ওয়ালপেপারের পরিবর্তন নিয়ে। ট্যুইট করে WABetaInfo জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপ ইয়জারদের চ্যাটের জন্য ওয়ালপেপারের উন্নতির কাজ করছে। এই মুহূর্তে এই ফিচারটি ডেভেলপমেন্ট ষ্টেজে রয়েছে, আর এটিকে জলদি লঞ্চ করা হবে।
কী এই নতুন Wallpaper ফিচার? হোয়াটসঅ্যাপ বেশ কিছু সময় ধরে এই ফিচারটিকে iOS-এর জন্য ডেভেলপ করছে। অবশেষে এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বানানো হচ্ছে। বলা হচ্ছে যে এই নতুন ফিচারটি লঞ্চ হওয়ার পর ইউজাররা আলাদা আলাদা চ্যাটের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার ব্যবহার করতে পারবে। এছাড়াও, ব্যবহারকারীরা এতে প্রতিটি থিম অনুযায়ী আলাদা ওয়ালপেপারের অপশন পেয়ে পাবেন।
advertisement
WhatsApp beta for Android 2.20.199.5: what’s new?
Under development: different wallpapers based on the theme! Tips for an updated WhatsApp Wallpaper app version after 9 years? In future different wallpapers for different chats as well (spotted on iOS)https://t.co/Ll6RfQAELo — WABetaInfo (@WABetaInfo) August 28, 2020
advertisement
advertisement
এই নতুন ফিচারটিকে নিয়ে WABetaInfo একটি স্ক্রিনসটও শেয়ার করেছে। তাতে আলাদা আলাদা থিমে জন্য নতুন অপশন দেখতে পাওয়া যাচ্ছে।
এর আগে iOS-এর জন্য যে এই ফিচারটি আসবে সেটির সম্পর্কে জানা গিয়েছিল যে ওয়ালপেপারে সিলেক্ট করার পর সেই ওয়ালপেপারের ব্রাইটনেস অ্যাডজাস্ট করা যাবে।

advertisement
WABetaInfo-তে দেওইয়া লেটেস্ট তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা যখন default wallpaper সিলেক্ট করবে, তখন ইউজারদের WhatsApp Wallpaper অ্যাপ ডাউনলোড করতে বলবে হোয়াটসঅ্যাপ, যেটি হোয়াটসঅ্যাপ ওয়ালপেপারের অফিশিয়াল অ্যাপ হবে।
Location :
First Published :
August 29, 2020 6:09 PM IST