WhatsApp: ব্যক্তিগত ছবি শেয়ার করতে ভয় পান! WhatsApp-এর বিশেষ ফিচার কাজে লাগান! জানুন
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp: এই ফিচারের ফলে যেকোনও ব্যবহারকারী একটি ছবি বা ভিডিও অথবা কোনও ভয়েস নোটও এমন ভাবে পাঠাতে দেয়, যাতে প্রাপক শুধু একবারই সেটি দেখতে বা শুনতে পান।
WhatsApp: বর্তমান বিশ্বে WhatsApp অন্যতম জনপ্রিয় যোগাযোগ মাধ্যম এটা বলাই যায়। বিশেষত ভারতে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের জনপ্রিয় সব থেকে বেশি৷ যেকোনও ব্যক্তিগত যোগাযোগ হোক বা দরকারি কাজের জন্য, WhatsApp এখন অন্যতম প্রয়োজনীয় একটি মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মিডিয়া ফাইল এর মাধ্যমে চালাচালি করা হয়।
ইতিমধ্যে, Meta একাধিক নতুন ফিচার এবং কার্যকরী আপগ্রেড এনেছে এই মেসেজিং অ্যাপে। গ্রাহকের চাহিদা মতো WhatsApp-এ এসেছে ‘View Once’ মিডিয়া পাঠানোর ক্ষমতা। এই ফিচারের ফলে যেকোনও ব্যবহারকারী একটি ছবি বা ভিডিও অথবা কোনও ভয়েস নোটও এমন ভাবে পাঠাতে দেয়, যাতে প্রাপক শুধু একবারই সেটি দেখতে বা শুনতে পান।
এছাড়াও, কিছু সুবিধা রয়েছে এই ফিচারের। যদি ওই মেসেজ পাঠানোর ১৪ দিনের মধ্যে প্রাপক তা না খুলে দেখেন, তাহলে তা স্বয়ংক্রিয় ভাবে মুছে যাবে। মনে রাখতে হবে, View Once হিসাবে যে মিডিয়া ফাইল পাঠানো হবে, তা প্রাপকের গ্যালারিতে সেভ হবে না। কেউ চাইলেও এই ছবির স্ক্রিনশট নিতে পারবেন না।
advertisement
advertisement
আসলে যেসমস্ত ব্যবহারকারী গোপনীয়তার বিষয়ে উদ্বিগ্ন বা যাঁদের সিকিওরিটি-সেনসেটিভ কোড বা ডকুমেন্ট যেমন ক্রেডিট কার্ডের ছবি ইত্যাদি পাঠাতে হয়, তাঁরা এই ফিচার কাজে লাগাতে পারেন।
কীভাবে ব্যবহার করা যাবে এই বিশেষ ফিচার, দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
View Once মিডিয়া ফাইল ব্যবহারের কৌশল:
– প্রথমেই WhatsApp খুলে, চ্যাট খুলে নিতে হবে, যে চ্যাটে ওই View Once ফাইল পাঠাতে চাইছেন ব্যবহারকারী।
– এরপর যে ছবি বা ভিডিও-টি পাঠাতে চান, সেটি বেছে নিতে হবে।
– এরপর WhatsApp স্ক্রিনে যেখানে ছবির সঙ্গে ক্যাপশন লেখা বা ওই ফাইল এডিট করার সুযোগ পাওয়া যাবে, সেখানেই নিচের ডানদিকে কোণায় ‘1’ বেছে নিতে হবে।
advertisement
– সেখানে আলতো ট্যাপ করলেই ফাইলটি View Once-এ সেট করা হবে।
এই ফাইল পাঠানোর পরে, প্রাপক এটি শুধুমাত্র একবারই দেখতে পারবেন। ফাইলটি খোলা হয়েছে কিনা, তাও বুঝতে পারবেন প্রেরক।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 30, 2023 8:22 PM IST

