Whatsapp Video Call: হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারছেন না? এই দুটি সেটিংস বদলালেই কেল্লা ফতে, দেখে নিন

Last Updated:

Whatsapp Video Call: নতুন ফোনে প্রথমবার হোয়াটসঅ্যাপ চালানোর সময় কিছু নির্দিষ্ট অনুমতির প্রয়োজন হয়। এই অনুমতি না দিলে ভিডিও বা ভয়েস ফিচার ওপেন হয় না।

জেনে নিন এই সুবিধা
জেনে নিন এই সুবিধা
শুধু মেসেজ বা অডিও কল নয়, হোয়াটসঅ্যাপে ভিডিও কলও করা যায়। যতক্ষণ খুশি। ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে শুধু। তাহলেই ইউজার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশ্বের যে কোনও প্রান্তে ভিডিও কল করতে পারবেন। কিন্তু অনেক সময় নতুন ফোনে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। চালু করাই যায় না। কারণ নতুন ফোনে প্রথমবার হোয়াটসঅ্যাপ চালানোর সময় কিছু নির্দিষ্ট অনুমতির প্রয়োজন হয়। এই অনুমতি না দিলে ভিডিও বা ভয়েস ফিচার ওপেন হয় না।
যারা নতুন ফোন সেটআপ করছেন কিংবা পরিবারের বয়স্ক সদস্য, তাঁদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতে তাঁরা যে কোনও প্রয়োজনে সহজেই ভিডিও বা ভয়েস কল করতে পারেন। এর জন্য সেটিংস ঠিক রাখা জরুরি। দেখে নেওয়া যাক সেই পদ্ধতি।
advertisement
advertisement
হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কলের সেটিংস ঠিক করার উপায়: প্রথমে হোয়াটসঅ্যাপ আইকনে ট্যাপ করে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে।
বেশ কয়েকটা অপশন সামনে আসবে। এর মধ্যে থেকে ‘App info’ অপশনে ক্লিক করতে হবে।
App info অপশনে হোয়াটসঅ্যাপের সমস্ত সেটিংস রয়েছে।
advertisement
এর মধ্যে থেকে ‘Permissions’ অপশনে ক্লিক করতে হবে। এখানে ইউজার Call Log, Camera, Contacts, Location এবং আরও অনেক অপশন পাবেন।
এই সমস্ত অপশনের মধ্যে থেকে শুধু দুটি সেটিংস বদলাতে হবে। সেগুলি হল – Camera এবং Microphone। তাহলেই ভিডিও কল চালু হয়ে যাবে। আর কোনও অসুবিধা হবে না। যে কোনও সময় ভিডিও কল করতে পারবেন ইউজার।
advertisement
Camera: ‘Permissions’-এ ক্লিক করে ঢুকে ‘Camera’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ‘Allow only while using the app’ অপশনে ক্লিক করতে হবে। এটাই হোয়াটসঅ্যাপকে ক্যামেরার অ্যাক্সেস দেবে।
Microphone: এবার ফের ‘Permissions’ পেজে ফিরে যেতে হবে। এবার অপশনগুলোর মধ্যে থেকে ‘Microphone’ অপশনটি বাছতে হবে। এতে ট্যাপ করে ‘Allow only while using the app’ অপশনে ক্লিক করতে হবে। তাহলেই Microphone চালু হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ Microphone-এর অ্যাক্সেস পাবে।
advertisement
ভিডিও কলের জন্য ভয়েস এবং ভিডিও দুটি জিনিসই দরকার। তাই Camera এবং Microphone অপশন দুটি অন করা জরুরি। এই দুটো সেটিংস চালু করে দিলেই আর কোন সমস্যা হবে না। ইউজার সহজেই হোয়াটসঅ্যাপে ভয়েস এবং ভিডিও কল করতে পারবেন।
 
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Whatsapp Video Call: হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারছেন না? এই দুটি সেটিংস বদলালেই কেল্লা ফতে, দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement