Technology Tips: আপনার WhatsApp অ্যাকাউন্টটি কি আদৌ সুরক্ষিত? কীভাবে বুঝবেন? দেখে নিন সহজ উপায়

Last Updated:

Technology Tips: সম্প্রতি Meta-র তরফে Privacy Checkup চালু করেছে। এই ফিচারের মাধ্যমে দ্রুত নিজেদের প্রিভেসি সেটিংস রিভিউ এবং ম্যানেজ করতে পারবেন ব্যবহারকারীরা।  

News18
News18
বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এর নিরাপত্তা এবং গোপনীয়তা বাড়াচ্ছে Meta। আর তার জন্য সংস্থার তরফে একাধিক ফিচার ঘোষণা করা হয়েছে। কিন্তু অধিকাংশ ব্যবহারকারীই এই বিষয়ে ওয়াকিবহাল নন। সম্প্রতি Meta-র তরফে Privacy Checkup চালু করেছে। এই ফিচারের মাধ্যমে দ্রুত নিজেদের প্রিভেসি সেটিংস রিভিউ এবং ম্যানেজ করতে পারবেন ব্যবহারকারীরা।
অফিসিয়াল ব্লগ পোস্ট থেকে জানা যাচ্ছে যে, WhatsApp Settings-এ প্রাপ্ত সমস্ত প্রিভেসি সেটিংসের মাধ্যমে ব্যবহারকারীদের পথ দেখাবে WhatsApp-এর Privacy Checkup ফিচার। এটি শুরু করার জন্য Privacy settings-এ গিয়ে Start checkup-এ ট্যাপ করতে হবে। সেখানে ব্যবহারকারী একের পর এক স্ক্রিন দেখতে পাবেন, যেখানে তাঁরা নানা কিছু জানতে পারবেন। কে যোগাযোগ করতে চাইছেন, কে কোন গ্রুপে অ্যাড করতে চাইছেন, সেটা বেছে নেওয়া যাবে। নিজের ব্যক্তিগত তথ্য এডিটও করতে পারবেন তাঁরা। এর মধ্যে অন্যতম হল- প্রোফাইল ফোটো, লাস্ট সিন এবং অনলাইন স্ট্যাটাস এবং রিড রিসিটস। এর পাশাপাশি ডিজঅ্যাপিয়ারিং মেসেজ এবং এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ এনেবল করে আরও গোপনীয়তা বজায় রাখা সম্ভব।
advertisement

অজ্ঞাতপরিচয় কলারদের সাইলেন্ট করা:

advertisement
১. প্রথমে WhatsApp খুলে সেখানে Settings-এ যেতে হবে।
২. এবার Account > Privacy-তে ট্যাপ করতে হবে।
৩. স্ক্রোল ডাউন করে ব্লকড কন্ট্যাক্টসে ট্যাপ করতে হবে।
৪. উপরের ডান দিকের কোণায় থাকা Add-এ ট্যাপ করতে হবে।
৫. নিজের কন্ট্যাক্ট থেকে Unknown সিলেক্ট করতে হবে।
৬. এবার Block-এ ট্যাপ করতে হবে।
advertisement

স্ক্রিন লক এনেবল:

১. প্রথমে WhatsApp খুলে সেখানে Settings-এ যেতে হবে।
২. এবার Account > Two-Step Verification-তে ট্যাপ করতে হবে।
৩. স্ক্রোল ডাউন করে Screen Lock-এ ট্যাপ করতে হবে।
৪. আনলক করার জন্য Require Face ID/Touch ID-তে টগল করতে হবে।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA এনেবল:

১. প্রথমে WhatsApp খুলে সেখানে Settings-এ যেতে হবে।
advertisement
২. এবার Account > Two-Step Verification-এ ট্যাপ করতে হবে।
৩. Enable Two-Step Verification-এ ট্যাপ করতে হবে।
৪. ৬-ডিজিট পিন দিয়ে Next-এ ট্যাপ করতে হবে।
৫. ই-মেল অ্যাড্রেস দিতে হবে এবং Next-এ ট্যাপ করতে হবে।
৬. ই-মেলে একটা ভেরিফিকেশন কোড আসবে। সেই কোড WhatsApp-এ দিয়ে Next-এ ট্যাপ করতে হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Technology Tips: আপনার WhatsApp অ্যাকাউন্টটি কি আদৌ সুরক্ষিত? কীভাবে বুঝবেন? দেখে নিন সহজ উপায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement