WhatsApp কলের নোটিফিকেশন কি বিরক্ত করছে! এ বার থেকে তা নিষ্ক্রিয় করা যাবে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচার চালু করতে চলেছে। কাজও শুরু হয়ে গিয়েছে। এটি ব্যবহারকারীদের উইন্ডোজ বিটা ভার্সনে ফোন কলের নোটিফিকেশন নিষ্ক্রিয় করে রাখার ক্ষমতা দেয়
ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ খোলা, এরই মধ্যে মোবাইলের হোয়াটসঅ্যাপে ঢুকছে কোনও ফোন। এমন অবস্থায় ল্যাপটপ বা ডেস্কটপের ট্যাবেও আসে নোটিফিকেশন।
নতুন ফিচারে এমনই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এ বার এই নোটিফিকেশন চাইলে বন্ধ করেও রাখা যাবে। এমনই ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। তবে এই সুবিধা শুধু মাত্র উইন্ডোজ ব্যবহারকারীদের জন্যই আসছে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচার চালু করতে চলেছে। কাজও শুরু হয়ে গিয়েছে। এটি ব্যবহারকারীদের উইন্ডোজ বিটা ভার্সনে ফোন কলের নোটিফিকেশন নিষ্ক্রিয় করে রাখার ক্ষমতা দেয়।
advertisement
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
তবে সূত্রের খবর, এই হোয়াটসঅ্যাপ কল নোটিফিকেশন নিষ্ক্রিয় করে দেওয়ার বিশেষ ব্যবস্থা বিটা ভার্সনের নির্দিষ্ট কিছু ব্যবহারকারীই পাবেন। সে জন্য মাইক্রোসফট স্টোরে থেকে Windows 2.2250.4.0 আপডেট করতে হবে।
বোঝাই যাচ্ছে, সকলে এখনই এই পরিষেবা পাবেন না। কিন্তু কারা পাবেন, সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মাথায়। এই ফিচার ব্যবহার করতে পারবেন কিনা তা জানতে হলে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে ‘নোটিফিকেশন’ খুলতে হবে। যদি সেখানে এই ফিচারের জন্য প্রয়োজনীয় টগল দেখতে পাওয়া যায় তবেই এই ফিচার ব্যবহার করা যাবে। সে ক্ষেত্রে পরবর্তী সময়ে ওই অংশ সক্রিয় করে রাখলে ইনকামিং হোয়াটসঅ্যাপ কলগুলির জন্য নোটিফিকেশন আসা বন্ধ হতে পারে।
advertisement
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
ব্যবহারকারীদের মধ্যে অনেকেই মনে করছেন, এই ফিচারটি প্রয়োজনীয়। কারণ, কলগুলির জন্য নোটিফিকেশন দেখা যেমন প্রয়োজনীয় তেমনই কোনও অপ্রত্যাশিত সমস্যার কারণে বিরক্ত হলে তা বন্ধ করেও রাখা যাবে। ব্যবহারকারীরা নিজেরা এই নোটিফিকেশন সক্রিয় বা নিষ্ক্রিয় করার অধিকার পেলে তা অবশ্যই ভাল হবে।
advertisement
এ দিকে, গত মাসেই মেটা-মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি উইন্ডোজ বিটাতে কনট্যাক্ট কার্ড ভাগ করে দেখানোর ফিচার নিয়ে কাজ করতে শুরু করেছে। কোনও কোনও ব্যবহারকারী এর সুবিধাও পাচ্ছেন। ফিচারটি ব্যবহারকারীদের একই চ্যাট শেয়ার শিটের কনট্যাক্ট কার্ড আলাদা করার অনুমতি দিচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2022 10:52 AM IST