ফোন নম্বর ছাড়াই WhatsApp! হবে বিরাট বদল, নয়া ফিচার কী আসছে জানেন?

Last Updated:

WhatsApp একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীদের তাঁদের অ্যাকাউন্টের জন্য ইউনিক ইউজারনেম তৈরি করতে দেবে। কিন্তু এই ফিচারটি আপাতত শুধুমাত্র WhatsApp ওয়েবে আসবে।

WhatsApp একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীদের তাঁদের অ্যাকাউন্টের জন্য ইউনিক ইউজারনেম তৈরি করতে দেবে। কিন্তু এই ফিচারটি আপাতত শুধুমাত্র WhatsApp ওয়েবে আসবে।
WhatsApp, সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন, একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা অ্যাপটিতে বিপুল পরিবর্তন করবে। অ্যাপ্লিকেশনটি পরিচিতি নম্বর ব্যবহার করে কাজ করে এবং এটিই হোয়াটসঅ্যাপের মূল প্রয়োজনীয়তা ছিল।
তবে শীঘ্রই আর এমনটি থাকবে না। WABetaInfo রিপোর্ট অনুসারে, WhatsApp একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা ব্যবহারকারীদের তাঁদের প্রোফাইলের জন্য অনন্য ইউজারনেম তৈরি করতে দেবে।
advertisement
advertisement
ব্যবহারকারীর নাম এবং যোগাযোগ নম্বর বিনিময় ছাড়াই এবারে বিভিন্ন ব্যক্তির সঙ্গে চ্যাট করা সম্ভব হবে। কিন্তু এই ফিচারটি আপাতত শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের কাছেই উপলব্ধ। ফিচারটি এখনও ডেভেলপ করা হচ্ছে এবং এতেই দেখে মনে হচ্ছে যে, WhatsApp তার ডিজাইনে আমূল পরিবর্তন আনতে চলেছে। হোয়াটসঅ্যাপ ওয়েবের সর্বশেষ ভার্সন একটি নতুন ইন্টারফেস প্রদর্শন করবে।
advertisement
এটা কীভাবে কাজ করবে?
WhatsApp এমন একটি ফিচার চালু করার কথা বিবেচনা করছে যা ব্যবহারকারীদের অন্যান্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের মতো ব্যবহারকারীকে ইউনিক ইউজারনেম তৈরি করার অনুমতি দেবে। এই আসন্ন ফিচার ব্যবহারকারীদের পছন্দসই নাম সিলেক্ট করার অনুমতি দেবে, যতক্ষণ না এটি অন্য ব্যবহারকারী ব্যবহার করে নিয়েছে। এর মানে হল যে প্রতিটি ব্যবহারকারীর নাম হবে এক-এক ধরনের, এতে কোনও বিভ্রান্তি থাকবে না।
advertisement
সেটআপ প্রক্রিয়া চলাকালীন, ব্যবহারকারীরা একটি অনন্য ইউজারনেম নির্বাচন করতে সক্ষম হবেন। এই পদ্ধতিটি গোপনীয়তাকে অগ্রাধিকার দেবে। তবে ব্যবহারকারী নাম সেট করলেও, যাঁদের কাছে ইতিমধ্যেই ব্যবহারকারীর ফোন নম্বর রয়েছে তাঁরা এখনও ব্যবহারকারীকে খুঁজে পেতে এবং যোগাযোগ করতে সক্ষম হবেন।
advertisement
WhatsApp বেশ কিছুদিন ধরে এই ফিচারটি নিয়ে কথা বলছে এবং এটি এখনও বিকাশাধীন। তবে এই ফিচারটি একটি নিরবচ্ছিন্ন, সুরক্ষিত এবং ত্রুটি-মুক্ত অভিজ্ঞতার গ্যারান্টি দেওয়ার জন্য নানা পরীক্ষা-নিরীক্ষা এবং পরিমার্জনার চেষ্টা করছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফোন নম্বর ছাড়াই WhatsApp! হবে বিরাট বদল, নয়া ফিচার কী আসছে জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement