Whatsapp AI: সেলফি তুলে দিন, হোয়াটসঅ্যাপ সেটা থেকেই তৈরি করে দেবে এআই অবতার, আসছে নতুন ফিচার

Last Updated:

Whatsapp AI: নতুন এআই চ্যাটবট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। সেই নিয়েই এখন চলছে জোর চর্চা। এআই যে কোনও প্রশ্নের উত্তর তো দিচ্ছেই, ছবি তৈরি করা থেকে শুরু করে নিত্যনতুন রেসিপির খোঁজখবরও মিলছে এখানে।

হোয়াটসঅ্যাপ সেটা থেকেই তৈরি করে দেবে এআই অবতার
হোয়াটসঅ্যাপ সেটা থেকেই তৈরি করে দেবে এআই অবতার
নতুন এআই চ্যাটবট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। সেই নিয়েই এখন চলছে জোর চর্চা। এআই যে কোনও প্রশ্নের উত্তর তো দিচ্ছেই, ছবি তৈরি করা থেকে শুরু করে নিত্যনতুন রেসিপির খোঁজখবরও মিলছে এখানে। এর মধ্যেই এল বড় খবর। খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের এআই টুল দিয়ে ইউজার এআই অবতার তৈরি করতে পারবেন। অ্যান্ড্রয়েডে এই ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা করছে মেটা। এমনটাই জানিয়েছে Wabetainfo।
আরও পড়ুনঃ ২০২৩-২৪-এর ITR ফাইলিংয়ের শেষ তারিখ কবে? পোর্টালে রেজিস্টার-এর নিয়ম দেখে নিন
টিপস্টারদের দেওয়া খবর অনুযায়ী, Android বিটা 2.24.14.13 ভার্সনে এই ফিচার টেস্ট করে দেখছে মেটা। শীঘ্রই বিটা টেস্টারদের জন্য এই ফিচার রোল আউট করা হবে। জানা গিয়েছে, এই ফিচারে ইউজার নিজের ছবি তুলে মেটা এআইকে দিয়ে সেটা থেকে এআই জেনারেটেড ছবি তৈরি হয়ে যাবে। এবার সেই ছবিটা দিয়ে মেটা এআই-কে বলতে হবে, আমাকে কল্পনা করে একটা ছবি তৈরি করো অথবা @metaAI imagine me…” লিখে টাইপ করলেই চলে আসবে ইউজারের নিজস্ব অবতার।
advertisement
এক্ষেত্রে ছবি বলতে সেলফি তুলতে হবে। অবতার তৈরির আগে সেই ছবি বিস্তারিত বিশ্লেষণ করবে এআই। হোয়াটসঅ্যাপ এআই সেই ছবি অন্য কাজে লাগাতে পারে ভেবে অনেকেই আশঙ্কিত হতে পারেন। তবে মেটা আশ্বস্ত করে বলেছে, ইউজারের ছবি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এই ফিচার নিখুঁতভাবে তৈরি করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। টিপস্টাররাও একই কথা জানাচ্ছেন। তাঁরা বলছেন, এই ফিচারের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইউজারদের। কারণ তাঁরা মেটা এআই সেটিংসে গিয়ে যে কোনও সময় তাঁদের সেটআপ ফটো ডিলিট করতে পারবেন।
advertisement
advertisement
আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সেটা হল, এই ফিচারে ইউজারের গোপনীয়তা বজায় থাকবে তো? এই নিয়ে উদ্বেগের কিছু নেই তো? এই প্রশ্নেও আশ্বস্ত করেছে মেটা। জুকেরবার্গের সংস্থা জানিয়েছে, মেটা এআই কোনও বার্তাই পড়তে পারে না। কারণ আলাদা আলাদাভাবে কম্যান্ড দেওয়া হয়। সেলফি থেকে অবতার তৈরির প্রক্রিয়াও সেভাবেই কম্যান্ড করা হচ্ছে। ফলে হোয়াটসঅ্যাপে মেসেজ যেমন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে, অন্য কেউ পড়তে পারে না। এআই অবতার তৈরির প্রক্রিয়াও সম্পূর্ণ নিরাপদ। সবচেয়ে বড় কথা হল, এটা ডিফল্ট ফিচার হিসেবে আসছে না। ইউজার অনুমতি দিলে তবেই সক্রিয় হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Whatsapp AI: সেলফি তুলে দিন, হোয়াটসঅ্যাপ সেটা থেকেই তৈরি করে দেবে এআই অবতার, আসছে নতুন ফিচার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement