ঘড়ির ডায়ালের ভিতর আরও দু’টি ডায়াল! সেগুলোর কাজ কী? জানেন না অনেকেই
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Suman Majumder
Last Updated:
Watch: ঘড়ির ডায়ালের ভিতর আরও ডায়াল তো দেখেছেন। বলুন তো, সেগুলোর কাজ কী!
কলকাতা: ঘড়ি খুব প্রয়োজনীয় জিনিস। আবার এই ঘড়িই এক সময় হয়ে ওঠে ‘স্টাইল স্টেটমেন্ট’।
অনেক নামী, দামি ঘড়িতেই সাব-ডায়াল দেখা যায়। ঘড়ির মূল ডায়ালের ভিতরে ছোট মিনি-ডায়াল থাকে। এগুলি অকজিলিয়ারি ডায়াল নামেও পরিচিত। এই সব মিনি ডায়াল কিন্তু শুধুই সৌন্দর্য বর্ধন করে না। বরং এর নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। দেখে নেওয়া যাক এক নজরে—
ক্রোনোগ্রাফ সাব-ডায়াল:
সাধারণত ক্রোনোগ্রাফ ঘড়িতেই সব থেকে বেশি সাব-ডায়াল দেখা যায়। ক্রোনোগ্রাফ ঘড়িকে এক কথায় স্টপওয়াচ বলা যেতেই পারে। ঘড়ির দু’পাশের পুশার টিপে, ক্রোনোগ্রাফ সেকেন্ডের কাঁটা সক্রিয় করা যায় বা কাজ শেষে বন্ধ করা যায়।
advertisement
advertisement
আরও পড়ুন- India-র নাম বদলে ‘ভারত’! বড় সমস্যায় পড়বে দেশ! এখনই জেনে নিন
এই সাব-ডায়ালগুলিকে কখনও কখনও ‘রেজিস্টার’ হিসাবে উল্লেখ করা হয়। এতে ক্রোনোগ্রাফের সঙ্গে মোট অতিক্রান্ত ঘণ্টা, মিনিটের হদিশ রাখে। অন্য সাব-ডায়ালটি সেকেন্ড পরিমাপ করে। সাব-ডায়ালগুলি সেকেন্ড, মিনিট এবং ঘণ্টা আলাদা ভাবে ভেঙে পরিমাপ করে।
পাওয়ার রিজার্ভ ইন্ডিকেটর সাব-ডায়াল:
কিছু যান্ত্রিক ঘড়ি (স্প্রিং নির্ভর ঘড়ি)-তে থাকা সাব-ডায়াল কাজ করে অন্য ভাবে। এই সাব-ডায়ালগুলি দেখায় যে আর কতটা শক্তি ওই ঘড়িতে সঞ্চিত রয়েছে। এথেকে বোঝা যেতে পারে ঘড়িটি আর কতক্ষণ চলবে। সেই অনুযায়ী দম দিয়ে নিতে হবে।
advertisement
GMT সাব-ডায়াল:
১৯৫০-এর দশকে দারুন জনপ্রিয় ছিল এই ঘড়ি। এই ঘড়ি দ্বিতীয় ‘টাইম জোন’ সম্পর্কে তথ্য দিতে থাকে। সাধারণত, নিজের দেশের সময়কালের বাইরে দ্বিতীয় ‘টাইম জোন’ সেট করে নেওয়া হয়।
মুন ফেজ সাব-ডায়াল:
এটি অন্য সাব-ডায়ালগুলির মতো নয়। এটি একেবারেই অন্য একটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করে। মুন ফেজ সাব-ডায়াল একটি বিশেষ অংশের মাধ্যমে চাঁদের একটি ছবি দেখায়। তা থেকেই গণনা করা যায় অমাবস্যা, পূর্ণিমা প্রভৃতি চাঁদের ষোলোটি কলা।
advertisement
এটিও একটি জনপ্রিয় সাব-ডায়াল। ঘড়ির ভিতর সপ্তাহের দিন এবং তারিখ গণনা করা হয়। চাঁদের কলার মতোই সপ্তাহের দিনও প্রধান ডায়ালে মধ্যে থাকা একটি অংশ থেকে প্রদর্শিত হয়।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 09, 2023 6:06 PM IST









