ভিভো নিয়ে এল হাইপাওয়ার ব্যাটারি সহ সবচেয়ে সস্তা স্মার্টফোন! দুর্দান্ত ফিচার্স

Last Updated:

Vivo Y35m: সস্তায় ভাল ফোন খুঁজছেন যাঁরা, একবার দেখে নিন এই মডেল।

#নয়াদিল্লি: অতি সম্প্রতি ভিভো ওয়াই সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি ভারতে তাদের নতুন এই Vivo Y35m সিরিজটি লঞ্চ করেছে। Y35m স্মার্টফোনটিতে MediaTek প্রসেসর ও ৫জি স্মার্টফোনের সুবিধে দেওয়া হয়েছে। ফোনটি ভারতের বাইরের বাজারে লঞ্চ করা হবে কি না তা এই মুহূর্তে স্পষ্ট নয়। আপাতত এটি ফ্ল্যাট ফ্রেম ডিজাইনের সঙ্গে গ্রাহকরা কিনতে পারবেন।
Vivo Y35m-এর মূল্য
Vivo সিরিজের অন্যতম সাশ্রয়ী মূল্যে প্রাপ্ত এই ফোনটির জন্য Y35m-এর ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মূল্যে প্রায় ১৬ হাজার ৭০০ টাকা এবং ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ হাজার ১০০ টাকা ধার্য করা হয়েছে। আপাতত ভারতে এই স্মার্টফোনটি স্টারি ব্ল্যাক এবং স্টারি অরেঞ্জ এই দুটি রঙে লঞ্চ করা হয়েছে।
advertisement
advertisement
Vivo Y35m-এর স্পেশিফিকেশন
Vivo Y35m-এর স্পেসিফিকেশনের কথা বলতে হলে এতে রয়েছে 60Hz রিফ্রেশ রেট এবং 720 x 1600 পিক্সেল রেজোলিউশন। এছাড়াও একটি ৬.৫১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে সহ এতে একটি ওয়াটারড্রপ নচ রয়েছে।
ফটোগ্রাফির জন্য এর পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। অন্য দিকে, সেলফির জন্য এতে থাকছে ৫ মেগা পিক্সেলের একটি অনবদ্য সেলফি ক্যামেরা।
advertisement
এই নতুন Vivo স্মার্টফোনে MediaTek Dimensity 700 প্রসেসর দেওয়া রয়েছে। এছাড়াও এই ফোনে ৮ জিবি পর্যন্ত র‍্যামের সুবিধে থাকছে। কার্ডের সাহায্যে ব্যবহারকারীরা এর মেমোরি বাড়াতে পারেন। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন- সত্যিই কি বাজার কাঁপাতে আসছে টাটা ন্যানো ইভি? জল্পনার মধ্যে জানুন আসল খবর
Vivo Y35m-এর ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে হাই পাওয়ার 5000mAh ব্যাটারি এবং এতে 15W যুক্ত একটি ফাস্ট চার্জিং পিনেরও সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটি Android 13 প্রসেসরে চলে। কানেকটিভিটির জন্য এতে ডুয়াল সিম Wi-Fi 802.11ac, ব্লুটুথ 5.2, GPS, USB টাইপ সি পোর্ট এবং একটি 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভিভো নিয়ে এল হাইপাওয়ার ব্যাটারি সহ সবচেয়ে সস্তা স্মার্টফোন! দুর্দান্ত ফিচার্স
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement