Vivo V না কি Pixel 8, অক্টোবরের প্রথম সপ্তাহে লঞ্চ করা দু’টি ফোনের কোনটি বাছবেন?

Last Updated:

অক্টোবরের প্রথম সপ্তাহেই লঞ্চ করা হবে Google Pixel সিরিজ। একই দিনে বাজারে আসছে Vivo V-সিরিজের বহু প্রতীক্ষিত স্মার্টফোন। দু’টি সংস্থাই বেছে নিয়েছে ৪ অক্টোবর দিনটিকে।

অক্টোবরের প্রথম সপ্তাহেই লঞ্চ করা হবে Google Pixel সিরিজ। একই দিনে বাজারে আসছে Vivo V-সিরিজের বহু প্রতীক্ষিত স্মার্টফোন। দু’টি সংস্থাই বেছে নিয়েছে ৪ অক্টোবর দিনটিকে। দেখে নেওয়া যাক কেমন হতে চলেছে এই ডিভাইসগুলো।
Vivo V29 সিরিজ:
আগামী সপ্তাহেই Vivo V29 এবং Vivo V29 Pro স্মার্টফোন লঞ্চ করা হতে চলেছে। সংস্থার নতুন V-সিরিজের স্মার্টফোনগুলি ৪ অক্টোবর ২০২৩ তারিখে দুপুর ১২টা নাগাদ লঞ্চ করা হবে। তারপরই শুরু হবে বিক্রি। চাইলে ভারতে Vivo-এর অফিসিয়াল ওয়েবসাইট, Flipkart, এবং অফলাইন খুচরো দোকান থেকে এগুলো সংগ্রহ করা যেতে পারে।
advertisement
advertisement
সংস্থার তরফে জানানো হয়েছে, ফোনগুলো পাওয়া যাবে তিনটি দারুন রঙে— হিমালয়ান ব্লু, ম্যাজেস্টিক রেড এবং স্পেস ব্ল্যাক। Vivo V29 Pro-এ থাকতে চলেছে বিশেষ Aura LED ফিচার। আলোর এই বিশেষ কারিগরি রঙ এবং তাপমাত্রা সামঞ্জস্য বিধান করে একটি বিশেষ ‘ওয়েডিং মোড’ দিতে পারবে ফটোগ্রাফি ফিচারে। হ্যান্ডসেটটিতে থাকবে ৮ বা ১২ জিবি RAM (অতিরিক্ত ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM-সহ) এবং ২৫৬ জিবি RAM।
advertisement
Vivo V29 Pro-এর পিছনের প্রাইমারি ৫০ মেগাপিক্সেল ক্যামেরায় থাকছে OIS সাপোর্ট (Sony IMX766)। এর সঙ্গে ২x অপটিক্যাল জুম এবং ১২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা (Sony IMX663) থাকছে।
এতে থাকছে ৮০W ফাস্ট চার্জ-সহ ৪,৬০০mAh ব্যাটারি। দাবি, মাত্র ১৮ মিনিটে ডিভাইসটি ৫০% চার্জ হবে। সম্পূর্ণ চার্জ হতে লাগবে মাত্র ৫০ মিনিট।
Google Pixel 8:
advertisement
৪ অক্টোবরই Google লঞ্চ করছে Pixel 8 এবং Pixel 8 Pro। এই দুই ফোনে থাকতে পারে Tensor G3 SoC।
Pixel 8 ডিভাইসটিতে থাকতে পারে ৬.২-ইঞ্চি ডিসপ্লে, Pixel 8 Pro-তে থাকতে পারে OLED স্ক্রিন-সহ একটি ৬.৭১ ইঞ্চি ডিসপ্লে, সঙ্গে QHD রেজোলিউশন এবং একটি ফ্লুইড ১২০Hz রিফ্রেশ রেট।
Pixel 8-এ থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স-সহ একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ। Pixel 8 Pro-এ থাকবে ট্রিপল-ক্যামেরা সেট-আপ। এর মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন-সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ৬৪ মেগিপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ৪৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকবে।
advertisement
৪ অক্টোবরই Google Pixel Watch 2-ও লঞ্চ করবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Vivo V না কি Pixel 8, অক্টোবরের প্রথম সপ্তাহে লঞ্চ করা দু’টি ফোনের কোনটি বাছবেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement