#নয়া দিল্লি: Vivo ভারতীয় বাজারে লঞ্চ করেছে তাদের সর্বশেষ প্রিমিয়াম মিড রেঞ্জের স্মার্টফোন। Vivo-র তরফ থেকে বাজারে আনা হয়েছে V25 Pro Vivo V25 Pro যা, মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর দ্বারা চালিত। Vivo V25 Pro ফোনে রয়েছে কার্ভড ডিসপ্লে, কালার চেঞ্জিং ডিজাইন এবং আরও অনেক কিছু।
Vivo V25 Pro ফোনের ফিচার -
Vivo V25 Pro ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৫৬ ইঞ্চির ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। Vivo V25 Pro ফোনে রয়েছে ১২০ এইচজেড রিফ্রেশ রেট এবং ১৩০০ নিটস যুক্ত ব্রাইটনেস। মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট-সহ এই ফোনে থাকছে ১২ জিবি র্যািম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। তবে ব্যবহারকারীরা চাইলে Vivo V25 Pro ফোনের র্যানম আরও ৮ জিবি বাড়াতে পারে। Vivo V25 Pro ফোনে ব্যবহার করা হয়েছে ৪,৮৩০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ডাবলু ফাস্ট চার্জ।আরও পড়ুন: আপনার ফোন কি 5G সাপোর্ট করে? চেক করবেন কীভাবে? জানুন এই পদ্ধতিতে!
Vivo V25 Pro ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এ ছাড়াও Vivo কোম্পানির এই নতুন Vivo V25 Pro ফোনে সেলফি তোলার জন্য ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India, Vivo V25 Pro