Vehicles Tips: গরমে গাড়ির কুল্যান্ট ও রেডিয়েটারের যত্ন নিন, না হলে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা!

Last Updated:

গ্রীষ্মে গাড়ির রেডিয়েটার এবং কুল্যান্টে সবচেয়ে বেশি সমস্যা হতে দেখা যায়। সেজন্য তাদের নিয়মিত পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গরমে গাড়ির কুল্যান্ট ও রেডিয়েটারের যত্ন না নিলে হলে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা!

প্রদীপ ঢলিয়া
প্রদীপ ঢলিয়া
গাজিয়াবাদ: গ্রীষ্মের মরশুমে শুধু মানুষ নয়, যানবাহনের অবস্থাও শোচনীয় হয়ে পড়ে। অনেক সময় অতিরিক্ত গরমের কারণে মাঝপথে থেমে যায় গাড়ি। এর পেছনের কারণ গাড়িতে থাকা কুল্যান্টের পরিমাণ কমে যাওয়া। গ্রীষ্মে গাড়ির রেডিয়েটার এবং কুল্যান্টে সবচেয়ে বেশি সমস্যা হতে দেখা যায়। সেজন্য তাদের নিয়মিত পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গরমে গাড়ির কুল্যান্ট ও রেডিয়েটারের যত্ন না নিলে হলে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা!
দীর্ঘ সফরে যাওয়ার সময় গাড়ির ইঞ্জিন গরম হয়ে যায়। এর পাশাপাশি গাড়িটিকে অতিরিক্ত গরমের নানা সমস্যায় পড়তে হয়। এইভাবে আপনি গ্রীষ্মে আপনার গাড়ির কুল্যান্ট এবং রেডিয়েটারের যত্ন নিতে পারেন। কী ভাবে অতিরিক্ত গরমে গাড়ির স্বাস্থ্য ভাল রাখা যায় সেই বিষয়ে প্রদীপ ঢলিয়া বেশ কিছু পরামর্শ দেন। তিনি পেশায় মোটর মেকানিক।
advertisement
advertisement
গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখতে কুল্যান্ট অপরিহার্য। ইঞ্জিন ঠান্ডা হওয়ার কারণে গাড়ির মাইলেজও ভাল। এজন্য গাড়িতে পর্যাপ্ত পরিমাণে কুল্যান্ট থাকা প্রয়োজন। কুল্যান্টের মাত্রা কম হলে তার জায়গায় জলও ব্যবহার করা যেতে পারে। এই পদ্ধতি অবলম্বন করলে গাড়ি গরম হওয়ার কারণে বন্ধ হবে না।
advertisement
রেডিয়েটার নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। গাড়ির রেডিয়েটারে একটি পাখা লাগানো থাকে। যদি এই পাখাটি সঠিকভাবে কাজ না করে তবে হতে পারে বড় সমস্যা। কারণ রেডিয়েটরের পাখা খারাপ থাকলে যে কোনও সময় গাড়ি থেমে যেতে পারে। অনেক সময় অতিরিক্ত গাড়ি চালানোর কারণে কুল্যান্টেও ব্লকেজ দেখা দেয়। কুল্যান্টে কোনও ব্লকেজ আসছে কি না তাও নিয়মিত পরীক্ষা করান উচিত।
advertisement
প্রদীপ বাবু বলেন, অনেক সময় রেডিয়েটার ট্যাঙ্ক ফেটে যায়, ফলে ইঞ্জিন জ্যাম হয়ে যায়। বাজারে অনেক ধরণের কুল্যান্ট পাওয়া যায়, এর মধ্যে কয়েকটিকে জলের সঙ্গে গাড়িতে রাখা হয়। বাজারে যে কুল্যান্ট পাওয়া যায় তা প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকা দাম হয়। গাড়ির মালিককে মনে রাখতে হবে যে ৫ হাজার কিলোমিটার গাড়ি চালানোর পর তাকে অবশ্যই গাড়ির পরীক্ষা মাঝে মাঝে করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Vehicles Tips: গরমে গাড়ির কুল্যান্ট ও রেডিয়েটারের যত্ন নিন, না হলে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement