একই ফোনে Whatsapp-এর দুটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়! কায়দাটা শিখে নিন আজই
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Whatsapp feature: এই ধরনের ফিচার ডুয়াল-সিম ফোন ব্যবহার করা গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে।
কলকাতা: হোয়াটসঅ্যাপ একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করার ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। এতে ব্যবহারকারীদের এবার থেকে আর এই মেসেজিং অ্যাপের একাধিক ব্যবহার করতে দুটি ফোন ব্যবহারের প্রয়োজন হবে না।
মেটা আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেছে যে এই ফিচারটি আগামী সপ্তাহ বা আগামী মাসে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যেও উপলব্ধ হবে। এই ধরনের ফিচার ডুয়াল-সিম ফোন ব্যবহার করা গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে।
আরও পড়ুন- কানেকটেড গাড়িও হতে পারে হ্যাকিংয়ের শিকার! কীভাবে গাড়ি সুরক্ষিত রাখবেন!
প্রধানত ভারতের মতো বাজারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ক্ষেত্রে এই ফিচার খুবই প্রয়োজনীয়।
advertisement
advertisement
হোয়াটসঅ্যাপ স্পষ্ট ভাবে জানিয়েছে যে একাধিক অ্যাকাউন্টের সাপোর্টের জন্য এই ফিচারটি চালু করতে দ্বিতীয় নম্বরে সক্রিয় আরেকটি সিম কার্ডের প্রয়োজন।
যাঁদের এই টুল ব্যবহার করার বিকল্প রয়েছে তাঁরা eSIM নিতে পারেন, এর অর্থ যাঁরা প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাঁরা সর্বত্র দুটি ব্যবহার করার পরিবর্তে ডিভাইসে তাঁদের দ্বিতীয় নম্বরটি সক্রিয় করতে পারেন।
advertisement
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, “আমরা একই সময়ে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করার ফিচার চালু করছি। এতে দুটি অ্যাকাউন্টের মধ্যে স্যুইচ করার ক্ষেত্রে কোনও অসুবিধে হবে না, এতে ব্যবহারকারীদের আর কাজ এবং ব্যক্তিগত অ্যাকাউন্টের মধ্যে বারে বারে স্যুইচ করার প্রয়োজন হবে না।
আরও পড়ুন- দেদার সেলফি, রিল! ফোনের চার্জ হঠাৎ শেষ, চার্জার ছাড়াই ফোন চার্জ দেওয়ার টিপস
হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট ফিচার: এটি কীভাবে কাজ করে?
advertisement
এই ফিচারটি ব্যবহার করতে এই পদক্ষেপগুলি মেনে চলতে হবে:
– ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে
– তিনটি বিন্দুযুক্ত মেনুতে ক্লিক করে তারপর সেটিংসে প্রেস করতে হবে
– প্রোফাইল নামের পাশে ড্রপ ডাউন তিরটিতে ক্লিক করতে হবে
– হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আরেকটি মোবাইল নম্বর যোগ করতে হবে
– নম্বরটি যাচাই করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে এবং একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দ্বিতীয় নম্বরটির ব্যবহার শুরু করা যাবে
advertisement
হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের অ্যাপ ভার্সন যা এই ফিচারটিকে সাপোর্ট করে তা গত কয়েক সপ্তাহ ধরে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে ২.২৩.২১.১২-এ উপলব্ধ থাকবে এবং আশা করা যাচ্ছে পাবলিক রিলিজটিও একই ভার্সনে উপলব্ধ হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 20, 2023 3:36 PM IST








