৫ নভেম্বর বাজারে আসছে Hyundai Elite i20, শুরু প্রি-বুকিং, জানুন বিশদে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Hyundai-এর এই নতুন মডেলে থাকছে ডুয়াল টোন অ্যালয় হুইল
Hyundai Elite i20: আগামী ৫ নভেম্বর দেশের বাজারে আসছে Hyundai Elite i20। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রি-বুকিং। গাড়িপ্রস্তুতকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ক্রেতারা এই প্রি-বুকিং করতে পারবেন ২১,০০০ টাকা দিয়ে। প্রি-বুকিংয়ের আগে আসুন জেনে নেওয়া যাক এই গাড়ি সম্পর্কে।
সংস্থা সূত্রে আগে জানা গিয়েছিল, এ বছর মার্চ মাসে জেনেভা মোটর শো-তে গ্লোবালি লঞ্চ করবে Hyundai-এর এই নতুন মডেল। তবে করোনা সংক্রমণের জেরে সেই পরিকল্পনা আর সফল হয়নি। এর মাঝে ফেব্রুয়ারিতে প্রথমবার এই গাড়ির একটি স্কেচ লিক হওয়ার পর থেকে জল্পনা তৈরি হয়েছিল। এ বার সেই জল্পনার অবসান ঘটতে চলেছে। জানা গিয়েছে, Elite i20-র নতুন জেনারেশনের এই গাড়ির সামনের দিকটায় খানিকটা Verna মডেলের ছোঁওয়া রয়েছে। Hyundai i30-র মতোই দেখতে এই Elite i20-এর সম্পূর্ণ চেহারা। i20 পরিবারের লুক বজায় রেখেই থার্ড জেনারেশনের এই গাড়িতে থাকছে একটু স্পোর্টি ডিজাইন।
advertisement
Hyundai-এর এই নতুন মডেলে থাকছে ডুয়াল টোন অ্যালয় হুইল। থাকছে অ্যাঙ্গুলার LED হেডলাইট। গাড়ির জানালা বরাবর একটি ক্রোম স্ট্রিপ রয়েছে। প্রসঙ্গত, Ford Fiesta ও Audi A1 গাড়ির সঙ্গে এই জায়গাটিতে মিল রয়েছে এই Elite i20-র। এর পাশাপাশি মাল্টিপল ইঞ্জিন অপশনে থাকবে Hyundai Elite i20 গাড়িতে। এ ক্ষেত্রে থ্রি-সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে গাড়িতে। গাড়িতে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন, ১.৫ ও ১.০ লিটার ডিজেল ইঞ্জিনের অপশন থাকছে।
advertisement
advertisement
Hyundai Elite i20-র দাম শুরু হবে ৬ লক্ষ টাকা থেকে। মডেল অনুযায়ী সর্বোচ্চ দাম হতে পারে ১০ লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ ৬-১০ লক্ষ টাকার রেঞ্জেই ঘোরাফেরা করবে Hyundai Elite i20। দক্ষিণ কোরিয়ার অটো জায়ান্টের এই Hyundai Elite i20 বর্তমানে বাজারের বেশ কয়েকটি গাড়িকে টেক্কা দেবে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, Hyundai Elite i20 বাজারে এলে Maruti Suzuki Baleno, Tata Altroz, Toyota Glanza, Honda Jazz-সহ বেশ কয়েকটি গাড়ির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তাই যদি আপনার ইচ্ছে হয় আরও ভালো করে খোঁজখবর নিন Hyundai-এর অফিসিয়াল ওয়েবসাইট বা ডিলারদের থেকে, তার পর সেরে ফেলুন প্রি-বুকিং!
Location :
First Published :
October 28, 2020 5:31 PM IST