বাজারে এল ঘুম পাড়ানি অ্যাপ !

Last Updated:

সারাদিন খাটা-খাটনির পর, যেই না রাতে মাথা দিলেন বালিশে৷ যেই ঘরের লাইটটা অফ করে ঘুমোতে গেলেন, অমনি উড়ে এসে জুড়ে বসল হাজার চিন্তা ৷

#টরেন্টো: সারাদিন খাটা-খাটনির পর, যেই না রাতে মাথা দিলেন বালিশে৷ যেই ঘরের লাইটটা অফ করে ঘুমোতে গেলেন, অমনি উড়ে এসে জুড়ে বসল হাজার চিন্তা ৷ আর সেই চিন্তার মাঝে ঘুম গেল উড়ে ৷ জেগে রইলেন সারারাত ৷ চোখের ওপর দেখতে পেলেন জানলার ফাঁক দিয়ে সূর্য দিচ্ছে উঁকি ! ব্যস, রাতের বাজল বারোটা !
আবার অনেক সময় এমনও হয়, ঘুম আসবে আসবে করছে, কিন্তু হঠাৎই মগজে এসে হাজির হল, ভবিষ্যতের চিন্তা ৷ ঘুম এসেও, কোথায় যেন পালিয়ে গেল ৷ এরকম সমস্যার সম্মুখীন আমরা প্রায় সবাই হয়ে থাকি ৷ ঘুমের চেষ্টার গোটা রাতটাই কাবার হয়ে যায় ৷ কখনও গান শুনে, কখনও বই পড়ে, কিংবা মোবাইলে খুটখাট করেই রাতটা কাটিয়ে দেওয়া ৷ ফলাফল, সারা দিন ঘুম ঘুম ভাব !
advertisement
এই সমস্যা থেকে কিছুটা মুক্তি দেওয়ার জন্যই প্রযুক্তিবিদরা অনেকদিন ধরেই নানা গবেষণা চালিয়ে যাচ্ছিলেন ৷ আর সেই গবেষণার ফলেই এবার বাজারে এল নতুন অ্যাপ ‘মাইস্লিপবটন’ ৷ কানাডার প্রযুক্তিবিদদের দাবি, এই অ্যাপই নাকি মা-ঠাকুমার কায়দায় আপনাকে নিয়ে যাবে ঘুমে দেশে ৷ আর আপনার মগজের সব চিন্তা-ভাবনা ফুঁ দিয়ে উড়িয়ে দেবে !
advertisement
advertisement
তা কীভাবে এই অ্যাপ কাজ করে ? কানাডার এক বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রীদের ওপর প্রয়োগ করা হয়েছে এই অ্যাপ ৷ এই পড়ুয়ারা বেশিরভাগই ঘুমের আগের দুশ্চিন্তার কথা প্রকাশ্যে বলেছেন ৷ গবেষকরা জানিয়েছেন, ‘মানুষের মস্তিষ্ক আসলে লজিকের ওপর নির্ভর করে ৷ এমন এক লজিক যা নির্দিষ্ট কোনও অর্থ তৈরি করে ৷ সেই ব্যাপারটিকেই কাজে লাগিয়ে তৈরি হয়েছে এই অ্যাপ ৷ রাতে ঘুমের আগে নানা চিন্তা জড়ো হলে, এই অ্যাপে ব্যবহৃত কিছু ছোটোখাটো খেলা, আপনার ব্রেনকে শিথিল করে তুলবে ৷ আর যার ফল, চিন্তা দূর হয়ে ঘুম আসবে ৷’
advertisement
গবেষকদের কথা অনুযায়ী, এই অ্যাপ এমনই গ্লুমি ফ্রেমে তৈরি, যা দেখে আপনি ঘুমিয়ে পড়তে বাধ্য ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাজারে এল ঘুম পাড়ানি অ্যাপ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement