সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার কাঁপাচ্ছে এই পাঁচ মডেল! দুর্দান্ত বিক্রি, ঠকবেন না কিনলে

Last Updated:

Second Hand Cars- ভারতে সেকেন্ড হ্যান্ড গাড়ির বিশাল বাজার রয়েছে। প্রতিদিন কোটি কোটি টাকার কেনাবেচা হয়।

News18
News18
কলকাতা: অল্প অল্প করে টাকা জমিয়ে নতুন গাড়ি। অনেকটা স্বপ্নের মতো। কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। কারণ দাম অনেক। প্রিমিয়াম মডেল বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যবিত্তের সাধ্যের বাইরে। অগত্যা সেকেন্ড হ্যান্ড গাড়িই ভরসা।
ভারতে সেকেন্ড হ্যান্ড গাড়ির বিশাল বাজার রয়েছে। প্রতিদিন কোটি কোটি টাকার কেনাবেচা হয়। যাঁদের পক্ষে নতুন গাড়ি কেনা সম্ভব নয়, তাঁরা সেকেন্ড হ্যান্ড গাড়ির দিকে ঝোঁকেন। কিন্তু সমস্যা অন্য জায়গায়।
আরও পড়ুন- ভুলেও YouTube-এ এই কাজগুলি করবেন না! বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট
সেটা হল, সেকেন্ড হ্যান্ড গাড়ির কোন মডেলটা ভাল হবে, বুঝতে পারেন না অনেকেই। এখানে তারই হদিশ দেওয়া হল। ফোর হুইলার বিশেষজ্ঞরা বলছেন, এই ৫ মডেলের সেকেন্ড হ্যান্ড গাড়ির উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়।
advertisement
advertisement
Maruti Suzuki WagonR: ভারতে Maruti Suzuki WagonR ব্যাপক জনপ্রিয়। প্রতি বছর লাখ লাখ নতুন মডেল বিক্রি হয়। সেকেন্ড হ্যান্ড বাজারেও এই চাহিদা ব্যাপক। দাম নির্ভর করে মডেল, কর বছরের পুরনো এবং কত কিলোমিটার চলেছে তার উপর। তবে গড়ে ধরলে দাম ২.৫ থেকে ৩ লাখ টাকার মধ্যেই থাকে।
Maruti Suzuki Swift: বাজারে Maruti Suzuki Swift-এর জনপ্রিয়তাও কম নেই। এই গাড়ি সেকেন্ড হ্যান্ড কিনতেও দ্বিধা করেন না অনেকেই। কারণ এর টেকসই মডেল। বর্তমানে সেকেন্ড হ্যান্ড Maruti Suzuki Swift-এর দাম ৩.৫ থেকে ৫ লাখ টাকার মধ্যে।
advertisement
আরও পড়ুন- ফোন কলের নিয়মে বিরাট বদল আনল TRAI, এতে কী কী সুবিধা পাবেন ইউজাররা
Maruti Suzuki Dzire: এটা কমপ্যাক্ট সেডান মডেল। ৫ সিটের গাড়ি। ১১৯৭ সিসি-এর পেট্রোল ইঞ্জিন। সিএনজি বিকল্পও রয়েছে। বাজারে Maruti Suzuki Swift-এর মতোই ব্যাপক চাহিদা রয়েছে Maruti Suzuki Dzire-এরও। সেকেন্ড হ্যান্ড বাজারে এর দাম মোটামুটি ৩.৫ থেকে ৪ লাখ টাকার মধ্যে।
advertisement
Hyundai Creta: এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে Hyundai Creta। ৫ সিটের এসইউভি গাড়ি। পেট্রোল এবং ডিজেল, দু’ধরণের ইঞ্জিনই রয়েছে। ভেরিয়েন্টও অনেক। ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশনের সুবিধা পান চালক। এই গাড়িরও বিপুল চাহিদা রয়েছে। সেকেন্ড হ্যান্ড বাজারে Hyundai Cretaএর দাম ৮ থেকে ১০ লাখ টাকার মধ্যে থাকে।
Maruti Suzuki Baleno: অসাধারণ লুক। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার মতো ডিজাইন। ৫ সিটের হ্যাচব্যাক গাড়ি। পেট্রোল এবং সিএনজি দু’ধরণের ইঞ্জিনই রয়েছে। এই গাড়িরও ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। সেকেন্ড হ্যান্ড মডেলের দাম ৫ থেকে ৭ লাখ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার কাঁপাচ্ছে এই পাঁচ মডেল! দুর্দান্ত বিক্রি, ঠকবেন না কিনলে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement