Apps in Mobile: দু'টো অ্যাপ রাখুন ফোনে! গাড়ি, বাইক চালালে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
স্মার্টফোনে এমন ২টি সুবিধাজনক অ্যাপ রয়েছে, যা পথচারীদের হাজার হাজার টাকার চালান কাটার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। এর মধ্যে প্রথম অ্যাপটি হল mParivahan। আর দ্বিতীয় অ্যাপটি হল DigiLocker।
কলকাতা: শুধু নিজের স্মার্টফোনে রাখুন এই ২টি অ্যাপ; জরিমানা থেকে বেঁচে যেতে পারে হাজার হাজার টাকা, চাইলেও কিছু করতে পারবেন না ট্রাফিক পুলিশ
স্মার্টফোনে ইনস্টল করে রাখা অ্যাপের জন্য একাধিক কাজ অনায়াসে সম্পন্ন করা সম্ভব। এমনকী এটা ব্যবহারকারীদেরও অনেকটা সময় বাঁচিয়ে দিতে পারে। সেই কারণে আমরা নিজেদের স্মার্টফোনে নানা ধরনের কাজের অ্যাপ ডাউনলোড করে রাখি। আর স্মার্টফোনে এমন ২টি সুবিধাজনক অ্যাপ রয়েছে, যা পথচারীদের হাজার হাজার টাকার চালান কাটার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে।
advertisement
advertisement
এর মধ্যে প্রথম অ্যাপ হল mParivahan। আর দ্বিতীয় অ্যাপটি হল DigiLocker। আসলে নাগরিকদের কথা মাথায় রেখেই ভারত সরকারের তরফে একটি নয়া পরিষেবা চালু করা হয়েছে। যার মাধ্যমে ফিজিক্যাল ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না থাকলেও গাড়ির চালকরা আইনি বা বৈধ ভাবেই গাড়ি চালাতে পারবেন। অর্থাৎ গাড়ি চালিয়ে বেরোনোর ক্ষেত্রে ফিজিক্যাল ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না। যদিও ফিজিক্যাল ড্রাইভিং লাইসেন্সের পরিবর্তে অবশ্য চালককে নিজের সঙ্গে ডিজিটাল লাইসেন্স রাখতেই হবে।
advertisement
mParivahan and DigiLocker অ্যাপের মাধ্যমে গাড়ির চালক নিজের স্মার্টফোনেই রেখে দিতে পারবেন জরুরি নথিপত্রের ডিজিটাল কপি। প্রয়োজন পড়লে তা সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশ আধিকারিকদের দেখিয়েও দিতে পারবেন তাঁরা।
ভারত সরকারের অফিসিয়াল ডিজিটাল পরিষেবা হল DigiLocker App। এটি তৈরি করেছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে তৈরি করা হয়েছে এই অ্যাপটি। ব্যবহারকারীর Aadhar কার্ডের সঙ্গে DigiLocker লিঙ্ক করা রয়েছে। সেই সঙ্গে এই অ্যাপের মধ্যে ব্যবহারকারীরা নিজেদের ডিজিটাল কপি রেখে দিতে পারবেন।
advertisement
আরও পড়ুন- RCB vs CSK: সন্দেহজনক ঘটনা আইপিএলে! জিতে যেত চেন্নাই! আম্পায়ার যা করলেন, ফিক্সিংয়ের গন্ধ!
যদি ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে সেভ করা থাকে, তাহলে বিষয়টিকে বৈধ বলেই গণ্য করা হবে। এই পরিস্থিতিতে যদি ট্রাফিক পুলিশ চালকের গাড়িকে আটক করেন এবং ড্রাইভিং লাইসেন্স দেখতে চান, তাহলে চালক নিজের ড্রাইভিং লাইসেন্স অনায়াসে দেখিয়ে দিতে পারবেন। বলে রাখা ভাল যে, সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারের কাছে DigiLocker-এ স্টোর করা নথির ডিজিটাল কপির বৈধতা কিন্তু ফিজিক্যাল ডকুমেন্টের মতোই।
advertisement
এর পাশাপাশি mParivahan App-টি রিলিজ করা হয়েছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের তরফে। এই অ্যাপটির সাহায্যে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সই নয়, আরও নানা জরুরি নথিপত্রও দেখানো যাবে। যার মধ্যে অন্যতম হল ভেহিকেল রেজিস্ট্রেশন, ইনস্যুরেন্স বা বিমা, ফিটনেস সার্টিফিকেট ইত্যাদি। mParivahan অ্যাপে যদি কেউ নিজের ড্রাইভিং লাইসেন্স নম্বর দেন, তাহলে অ্যাপটি চালকের প্রোফাইলে নিজের ডিজিটাল ভার্সন প্রদর্শন করবে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 04, 2025 7:10 PM IST