ChatGPT: ‘এই ভারতীয় বংশোদ্ভূতকে ছাড়া হত না চ্যাটজিপিটি ৪.০’, অল্টম্যানের মন্তব্যে হইচই

Last Updated:

ভারতীয় বংশোদ্ভুত প্রযুক্তিবিদ প্রফুল্ল ধারিওয়াল ছাড়া চ্যাটজিপিটির নয়া সংস্করণ আনা সম্ভব হত না বলে প্রকাশ্যে মন্তব্য করে হইচই ফেলে দিলেন ওপেন এআই-এর প্রধান স্যাম অল্টম্যান।

ভারতীয় বংশোদ্ভুত প্রযুক্তিবিদ প্রফুল্ল ধারিওয়াল
ভারতীয় বংশোদ্ভুত প্রযুক্তিবিদ প্রফুল্ল ধারিওয়াল
চলতি মাসেই চ্যাটজিপিটির নয়া সংস্করণ চ্যাটজিপিটি ৪.০ নিয়ে এসেছে ওপেন এআই। এই নিয়েই এখন তোলপাড় চলছে গোটা বিশ্বে। এর মধ্যেই ভারতীয় বংশোদ্ভুত প্রযুক্তিবিদ প্রফুল্ল ধারিওয়াল ছাড়া চ্যাটজিপিটির নয়া সংস্করণ আনা সম্ভব হত না বলে প্রকাশ্যে মন্তব্য করে হইচই ফেলে দিলেন ওপেন এআই-এর প্রধান স্যাম অল্টম্যান।
বছরের পর বছর ধরে প্রযুক্তিক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভুতরা। সেটা সুন্দর পিচাই হোক কিংবা সত্য নাদেলা। সেই তালিকায় এবার যুক্ত হল প্রফুল্ল ধারিওয়ালের নাম। প্রফুল্লর জন্ম মহারাষ্ট্রের পুণেতে। ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবী। দ্বাদশ শ্রেণীতে পিসিএম গ্রুপে তিনি ৩০০-র মধ্যে ২৯৫ পেয়েছিলেন, যা মুখের কথা নয় মোটেই। তিনিই ওপেন এআই-এর ‘ওমনি’ টিমকে নেতৃত্ব দিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ UTS অ‍্যাপে বড় বদল! থাকল না ২০ কিলোমিটারের গন্ডি! টিকিট কাটুন যে কোনও জায়গা থেকে
চোখ ধাঁধানো অ্যাকাডেমিক কেরিয়ার প্রফুল্লর। মহারাষ্ট্র টেকনিক্যাল কমন এন্ট্রান্স টেস্টে ১৯০ পেয়েছিলেন। জয়েন্ট এন্ট্রান্সে ৩৬০ নম্বরের মধ্যে পেয়েছিলেন ৩৩০। এখানেই শেষ নয়। ২০০৯ সালে ভারত সরকারের ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ জেতেন প্রফুল্ল। একই সময় চিনে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে জেতেল সোনার মেডেল।
advertisement
advertisement
এখানেই থামেননি প্রফুল্ল। এরপর তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটি থেকে কম্পিউটার সায়েন্সে (গণিত সহ) স্নাতক হন। ৫.০ জিপিএ স্কোর ছিল তাঁর। তবে এর আগেই ২০১৬ সালে রিসার্চ ইন্টার্ন হিসেবে তাঁকে নিয়গ করে ওপেন এআই। হিরে চিনতে ভুল করেননি স্যাম অল্টম্যান।
সেখান থেকে ধীরে ধীরে উপরে উঠেছেন প্রফুল্ল ধারিওয়াল। বর্তমানে ওপেন এআই-এর রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করেন তিনি। DALL-E 2 ইমেজ জেনারেশন টুল এবং ChatGPT 4o-তেও কাজ করেছেন তিনি। ওমনি টিমের অবিচ্ছেদ্য অংশ ছিলেন প্রফুল্ল। চ্যাটজিপিটিকে ওমনি স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাঁরাই।
advertisement
ওপেন এআই এবং গুগল ধীরে ধীরে এগোচ্ছে। আর্টিফিয়াল ইন্টেলিজেন্স নিয়ে উভয়েরই বিপুল উচ্চাকাঙ্ক্ষা। তবে একসঙ্গে সবকিছু তৈরি করে ফেলার মতো পরিকল্পনা যে তাঁদের নেই সেটা স্পষ্ট। প্রফুল্ল এবং তাঁর দল আগামীদিনে ওপেন এআইকে কোন উচ্চতায় নিয়ে যান, এখন সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ChatGPT: ‘এই ভারতীয় বংশোদ্ভূতকে ছাড়া হত না চ্যাটজিপিটি ৪.০’, অল্টম্যানের মন্তব্যে হইচই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement