Phone Tracking: আপনার গতিবিধির উপর নজর রাখছে কে? জেনে নিন এই সহজ উপায়
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বর্তমানে বেশিরভাগ অ্যাপ সংস্থা ঠিক এই কাজটিই করে চলেছে। কিন্তু কী ভাবে বোঝা যাবে, কোনও অ্যাপ আমাদের অনুসরণ করছে কিনা!
উন্নত প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহার করার জন্য উদ্ভাবন করা হয়েছে। কিন্তু প্রযুক্তির সমস্যাই হল, সে তার মালিকের দাস। তাই চাইলেই মানুষের অকল্যাণকর বিষয়েও তাকে অনায়াসে ব্যবহার করা যায়।
কোনও ঠিকানা খুঁজে বের করতে বা রাস্তা চিনে যেতে স্মার্টফোনে ‘লোকেশন’ ব্যবহার করা হয়। কিন্তু অনেক সময় ব্যবহারকারী জানতেও পারেন না যে, এমন কেউ রয়েছে যে তাঁর ফোনে নজরদারি চালিয়ে যাচ্ছে, তাঁর সমস্ত গতিবিধি, অবস্থান দেখতে পাচ্ছে। এ থেকে ওই ব্যক্তি বড় বিপদেও পড়তে পারেন। যে কেউ তাঁকে অনুসরণ করতে পারেন।
advertisement
বর্তমানে বেশিরভাগ অ্যাপ সংস্থা ঠিক এই কাজটিই করে চলেছে। কিন্তু কী ভাবে বোঝা যাবে, কোনও অ্যাপ আমাদের অনুসরণ করছে কিনা!
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
আসলে স্মার্টফোনে যে অ্যাপগুলি ইনস্টল করা হয়, সেগুলি কাজ শুরু করার আগে অনেক রকম অনুমতি চায়। যেমন, কোনও আবহাওয়া সংক্রান্ত অ্যাপের ক্ষেত্রে ‘লোকেশন’ পাওয়া খুবই জরুরি। কোনও কোনও অ্যাপের ক্ষেত্রে মাইক্রোফোন বা ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়া জরুরি।
advertisement
কিন্তু নিজেকেই ভেবে দেখতে হবে, কোন অ্যাপের জন্য কোনটি জরুরি। যেমন, কোনও কলিং অ্যাপ ঠিকঠাক কাজ করার জন্য মাইক্রোফোন ব্যবহারে অনুমতি চাইতেই পারে। কিন্তু তা তো লোকেশন ব্যবহার করা আবশ্যিক নয়।
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
এক্ষেত্রে, অনেকেই ভুল করে থাকেন। তাঁরা মনেই করতে পারেন না, কোন অ্যাপগুলিকে তিনি লোকেশন ব্যবহার করার অনুমতি দিয়েছেন। ফলে বোঝাও সম্ভব নয়, যে কারা তাঁর অবস্থানের উপর নজরদারি চালাচ্ছে। এই পরিস্থিতিতে যে কোনও মানুষ চাইবেন, বিশেষত তেমন সন্দেহজনক মনে হলে, ওই অ্যাপ সরিয়ে ফেলতে বা লোকেশন অ্যাকসেস বন্ধ করে দিতে।
advertisement
এটা জানা খুব কঠিন কিছু নয়। কয়েকটি ছোট পদক্ষেপেই তা জানা যেতে পারে।
১. অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যেতে হবে।
২. নিচে স্ক্রোল করে ‘লোকেশন’ অপশনে আলতো চাপ দিতে হবে।
৩. এরপর ‘অ্যাপ লোকেশন পারমিশন’ অপশনে ক্লিক করে সেটি ‘অফ’ করে দিতে হবে।
এইখানেই লোকেশন দেখার অনুমতি দেওয়া আছে এমন সব অ্যাপ দেখা যেতে পারে। যে কেউ চাইলে যে কোনও একটি অ্যাপে ‘ট্যাপ’ করে ওই ক্ষমতা নিষ্ক্রিয় করে দিতে পারেন।
advertisement
এমনটা করা হয়ে গেলে হয়তো ওই অ্যাপ ব্যবহার করার সময় আবার তা ব্যবহারকারীর কাছে অনুমতি চাইতে পারে। সে ক্ষেত্রে একবারের জন্য অনুমতি দেওয়ার অপশনও থাকে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 2:24 PM IST