Tech Tips: যাঁদের গাড়ি রয়েছে তারা জানেন রেজিস্ট্রেসন সার্টিফিকেট, ভেহিকেল রেজিস্ট্রেশন এবং আরসি বুকের গুরুত্ব। দুই চাকার গাড়ি এবং চার চাকার গাড়ির মালিকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়। আরসি বুক দেখে বোঝা যায় গাড়িটি RTO (রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস)-তে আইনি নিবন্ধীকরণ হয়েছে কিনা। অর্থাৎ যে কোনও গাড়ির পারমিট রয়েছে কিনা তা জানা যায় এই সার্টিফিকেট থেকে। সুতরাং গাড়ির মালিকদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ। গাড়ি চালানোর সময় সবসময় নিজের কাছে রাখতে হয় এই সার্টিফিকেট। বর্তমান যুগে ডিজিটালি এই সার্টিফিকেট সুরক্ষিত রাখা যায়। এ জন্য DigiLocker একটি গুরুত্বপূর্ণ অ্যাপ। এক নজরে দেখে নিন ডিজিলকারে আরসি সেভ করে রাখার উপায়।
আরসি বুক অর্থাৎ ভেহিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ভেহিকেল রেজিস্ট্রেশন নম্বর, নাম, ঠিকানা, রেজিস্ট্রেশনের তারিখ, ইঞ্জিনের নম্বর ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য থাকে। নিজেদের মোবাইলে DigiLocker ডাউনলোড করে তার মধ্যে এটি সেভ করে রাখা যায়। ডিজিলকারে অ্যাকাউন্ট খোলার আগে দেখে নিতে হবে নিজেদের আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক রয়েছে কিনা।
ডিজিলকারে অ্যাকাউন্ট খোলার উপায় -
স্টেপ ১ - প্রথমে Digitallocker.Gov.In ওয়েবসাইটে যেতে হবে৷ গ্রাহকের ফোন নম্বর আধার নম্বরের সঙ্গে রেজিস্টার্ড থাকতে হবে।
স্টেপ ২ - Sign Up-এ ক্লিক করে নিজের নাম, জন্মদিন, রেজিস্টার্ড মোবাইল নম্বর, ইমেল আইডি ও পাসওয়ার্ড দিতে হবে।
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
স্টেপ ৩ - এরপর ১২ অঙ্কের আধার নম্বর দিতে হবে৷ আধার নম্বর দিতেই দু’টি অপশন পাওয়া যাবে— OTP ও আঙুলের ছাপ (Fingerprint)৷ এর মধ্যে যে কোনও একটি ব্যবহার করতে পারবেন৷
স্টেপ ৪ - এরপর User Name ও Password তৈরি করতে বলা হবে যার মাধ্যমে ডিজি-লকারে লগইন করা যাবে।
ডিজিলকারে আরসি ডাউনলোড করার উপায় -
স্টেপ ১ - ডিজিলকারে লগইন করতে হবে আধার কার্ড, ফোন নম্বর এবং সিকিউরিটি পিন দিয়ে।
স্টেপ ২ – Issued Documents-এ ক্লিক করতে হবে।
স্টেপ ৩ – Get More Issued Documents- এ ক্লিক করতে হবে।
স্টেপ ৪ – এখানে অনেকগুলি সরকারি বিভাগের নাম দেখান হবে। Ministry of Road and Transport বেছে নিতে হবে।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
স্টেপ ৫ - এরপর ক্লিক করতে হবে Registration of Vehicles-এ।
স্টেপ ৬ – এরপর নিজের গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং চেসিস (Chassis)নম্বর দিতে হবে।
স্টেপ ৭ - এরপর Get Documents অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৮ - এরপর আরসি বুক ডাউন লোড করার অপশন দেখতে পাওয়া যাবে।
স্টেপ ৯ - এবার নিজেদের পছন্দ মতো যে কোনও ফাইল ফরম্যাটে সেটি ডাউনলোড করা যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: DigiLocker, Tech tips