গৃহস্থালির যেকোনও কাজ সহজ করে দিচ্ছে প্রযুক্তির উন্নতি। গত বেশ কয়েক বছর ধরেই রান্নাঘরের দখল নিয়েছে মাইক্রোওয়েভ অভেন। কিন্তু এসব বৈদ্যুতীন যন্ত্রের যত্নও সঠিক ভাবে নেওয়া দরকার। নাহলে এরা খুব সহজেই খারাপ হয়ে যায়।
মাইক্রোওয়েভ অভেনের সব থেকে বড় সমস্যা হল তা পরিষ্কার রাখা। ক্রমাগত ব্যবহারের ফলে এর ভিতরের রডে খাবার আটকে যায়, ময়লাও জমে যায়। কিন্তু সেসব পরিষ্কার করে ফেলা মোটেও মুখের কথা নয়। যথেষ্ট সময় লাগে।
যদিও বাজারে অনেক ধরনের পণ্য পাওয়া যায় যা এসব পরিষ্কার করতে সাহায্য করে। কিন্তু সেগুলি সবই কোনও না কোনও রাসায়নিক। ফলে ব্যবহারের সময় সতর্ক থাকতেই হয়।
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
তবে নিশ্চিন্তে পরিষ্কার করতে চাইলে ঘরোয়া প্রাকৃতিক জিনিসের কোনও বিকল্প নেই। এগুলি সাধারণত কম ক্ষতিকর। তেমনই একটি দ্রব্য হল লেবু। এই লেবু দিয়েই খুব সহজে পরিষ্কার করে ফেলা যায়। দেখে নেওয়া যাক এক নজরে —
মাইক্রোওয়েভে লেবুর জাদুকরী ব্যবহার:
পাতিলেবু এমন একটি প্রাকৃতিক উপাদান যা মানুষের পক্ষে খাওয়া যেমন উপকারী, তেমনই অনেক কাজে জরুরি। লেবুর প্রাকৃতিক অম্লতা তেল-কালি সহজে দূর করতে সাহায্য করে। আবার এর সুগন্ধ মাইক্রোওয়েভের ভিতরে থাকা কোনও দীর্ঘস্থায়ী গন্ধকমিয়ে দিতে পারে।
আরও পড়ুন - দেওয়াল থেকে কতটা দূরে রাখতে হয় ফ্রিজ? ৯৯% মানুষ সঠিক তথ্য জানেন না
মাইক্রোওয়েভ পরিষ্কার করার জন্য লেবু ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে সব থেকে ভাল হয় ২-৩ কাপ জলের সঙ্গে একটি কয়েক টেবিল চামচ চামচ লেবুর রস মিশিয়ে দেওয়া। একটি পাত্রে এই জল রেখে তা মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিতে হবে। এরপর মাইক্রোওয়েভটি ৩-৪ মিনিটের জন্য চালিয়ে দিতে হবে।
লেবুজল গরম হয়ে লেমোনেড বাষ্প তৈরি করবে যা অভেনের গায়ে লেগে থাকা কোনও খাবার বা তেলের কণাকে নরম করে দেবে। তারপর অভেন ঠান্ডা হলে একটি আধভেজা কাপড় দিয়ে মুছে নিলেই সব নোংরা পরিষ্কার হয়ে যাবে। মাইক্রোওয়েভের বাইরের অংশ মোছার জন্য একটি পাত্র গরম জল নিয়ে লেবুর রস মিশিয়ে দিতে হবে। এবার একটি কাপড় ভিজিয়ে ভাল করে নিংড়ে নিয়ে তা দিয়ে মুছে দেওয়া যেতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cleaning hacks, Microwave, Tech tips