বড়সড় নিরাপত্তা ঝুঁকির বিষয়ে Chrome ব্যবহারকারীদের সতর্ক করছে ভারত সরকার, এই পরিস্থিতিতে কী করণীয়? জেনে নিন বিশদে
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
বর্তমানে এক নয়া নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে Chrome। যা ভারতের লক্ষ লক্ষ ব্যবহারকারীর উপর আশঙ্কার মেঘ তৈরি করেছে। আসলে যাঁরা নিজেদের Windows অথবা macOS সিস্টেমে ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, তাঁদের উপরেই নেমে এসেছে বিপদের খাঁড়া।
বর্তমানে এক নয়া নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে Chrome। যা ভারতের লক্ষ লক্ষ ব্যবহারকারীর উপর আশঙ্কার মেঘ তৈরি করেছে। আসলে যাঁরা নিজেদের Windows অথবা macOS সিস্টেমে ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, তাঁদের উপরেই নেমে এসেছে বিপদের খাঁড়া। চলতি মাসেই Indian Computer Emergency Response Team (CERT-In)-এর মাধ্যমে ভারত সরকার এক বড়সড় নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছে। ফলে একেবারেই ভাল খবর নয় Chrome ব্যবহারকারীদের জন্য। এবার নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মুখে পড়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ রান্নাঘরের এই ৫ জিনিসের কোনও এক্সপায়রি ডেট থাকে না! ব্যবহার করতে পারবেন বছরের পর বছর
Chrome Security Issue: ব্যবহারকারীদের যা যা জানা উচিত:
একটি নোটে এজেন্সির তরফে Chrome-এর সিকিউরিটি রিস্কের বিষয়ে বিশদে বলা হয়েছে। সেই নোটে উল্লেখ করা হয়েছে যে, V8-এ আউট অফ বাউন্ডস মেমোরি অ্যাক্স এবং V8-এ অবজেক্ট কোরাপশনের জেরে Google Chrome একাধিক ঝুঁকির মুখে পড়েছে। আর দূরে বসেও কোনও আক্রমণকারী রিমোট কোড কার্যকর করার জন্য একটি বিশেষ ভাবে তৈরি করা ওয়েবপেজ চালানোর মাধ্যমে এই দুর্বলতাগুলির অপব্যবহার করতে পারে। কিংবা তারা তাদের নিশানা করা সিস্টেমের ডিনায়াল অফ সার্ভিসেস কন্ডিশনও করতে পারে।
advertisement
advertisement
Chrome ব্রাউজারের কিছু প্রধান কম্পোনেন্টে এই সিকিউরিটি ইস্যু থাকে। যা হ্যাকারদের অপব্যবহার করার সুযোগ দিয়ে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেই সঙ্গে এর জেরে হ্যাকারদের পক্ষে সেই সব সিস্টেম থেকে তথ্য চুরি করা সহজ হয়ে যায়, যেগুলি দুর্বল Chrome ভার্সন দ্বারা চালিত হয়।
Chrome-এর ঝুঁকির আওতায় রয়েছে কোন কোন ভার্সন?
advertisement
ধরা যাক, কেউ Windows, macOS অথবা Linux মেশিনে Chrome ব্যবহার করছেন, তাহলে তাঁদের একটা বিষয় নিশ্চিত করতে হবে যে, ব্রাউজারের নিম্নলিখিত ভার্সনগুলি যেন তাঁদের সিস্টেমে না চলে:
১. Windows and Mac-এর জন্য 132.0.6834.110/111-এর আগের Chrome ভার্সন।
২. Linux-এর জন্য 132.0.6834.110-এর আগের Chrome ভার্সন।
advertisement
উপরোক্ত Chrome ভার্সনের আগের ভার্সন যদি ব্যবহারকারীর সিস্টেমে চলে, তাহলে বিষয়টাকে গুরুত্ব সহকারে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে Windows, macOS অথবা Linux মেশিন আপডেট করতে হবে। এর জন্য Chrome-এর থ্রি-ডট মেন্যুতে যেতে হবে। তারপর সেখান থেকে Settings-এ যেতে হবে। এবার Settings থেকে বেছে নিতে হবে About। সেখানে গেলেই পাওয়া যাবে Update Chrome বিকল্প। এদিকে স্টেবল চ্যানেল আপডেটের সঙ্গে আগত নিরাপত্তা সংশোধনের তালিকা করেছে Google।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2025 11:23 PM IST