Tata Punch EV-র দেখা মিলল প্রথমবার! কী স্পেসিফিকেশন, কেমন ডিজাইন!
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Tata Punch EV-তে পেট্রোলচালিত মডেলের সঙ্গে ফারাক বজায় রাখতে ডিজাইনে সামান্য পরিবর্তন করা হতে পারে।
কলকাতা: কেমন হতে চলেছে Tata Punch EV! এখনও কিছুই জানা যায়নি। কিন্তু সম্প্রতি সেই গাড়িটিকেই দেখা গিয়েছে রাস্তায়। তবে চাকা গড়াতে দেখা যায়নি। বরং একস্থান থেকে অন্যত্র পরিবাহিত হচ্ছিল গাড়িটি। একেবারে চোখ ধাঁধানো মোড়কে ঢাকা গাড়িটির ছবিও পাওয়া গিয়েছে।
ফাঁস হওয়া সেই ছবিতে যা দেখা যাচ্ছে, তাতে বোঝা যায় সাব-কম্প্যাক্ট SUV-টি আসলে Tata Punch-এরই বৈদ্যুতীন সংস্করণ। মনে করা হচ্ছে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা সংস্থাটি আগামী ২০২৫ সালের মধ্যেই প্রায় ১০টি EV বাজারে আনবে।
আরও পড়ুন- স্মার্টফোনে ডার্ক মোড করে রাখলে কী কী লাভ হয়! জেনে নিন চট করে
তার মধ্যে অন্যতম হতে চলেছে Punch EV। কেমন হতে পারে এই গাড়ি, জল্পনা চলছেই। দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
advertisement
চেহারায় Punch ICE-এর সঙ্গে মিল থাকতে পারে—
মনে করা হচ্ছে আসন্ন এই বৈদ্যুতীন গাড়িটির চেহারা অনেকটাই ICE-র মতো হতে পারে। সামনের দিকে থাকতে পারে আইডেন্টিকাল স্প্লিট হেডল্যাম্প সেট-আপ। বনেট লাইনে নিচে LED DRL থাকতে পারে। তবে অন্য সমস্ত বৈদ্যুতীন গাড়ির মডেলের মতোই গ্রিল নতুন করে ডিজাইন করা হতে পারে।
Punch EV-র ক্ষেত্রে থাকতে পারে একটি রিয়ার উইপার। হাই-মাউন্ট স্টপ ল্যাম্প, একটি এলইডি ট্রাই-অ্যারো টেল লাইটও থাকতে পারে। ইলেকট্রিক B-SUV-টি অনেকাংশেই ICE-র মতো দেখতে হতে পারে। বৈদ্যুতীন গাড়ির ক্ষেত্রে এর আগে Tata আরও তিনটি ICE মডেল বাজারে এনেছে— Tigor EV, Nexon EV, and Tiago EV। এদের কারও মাপের যে খুব পরিবর্তন হয়েছে তা বলা যায় না।
advertisement
রিয়ার ডিস্ক ব্রেক—
ফাঁস হওয়া ছবিতে গাড়িটির রিয়ার হুইলে দেখা গিয়েছে অ্যালয় হুইল। তবে এখানে নতুন বলতে দেখা যাচ্ছে রিয়ার অ্যাক্সেলের কাছে একটি ডিস্ক ব্রেক। ICE Punch-এ কিন্তু রিয়ার অ্যাক্সেল বাতিল করে দেওয়া হয়েছিল। ইলেকট্রিক মোটর থাকলে স্বাভাবিক ভাবেই পেট্রোল মোটরের থেকে বেশি শক্তিশালী হবে গাড়িটি।
ভিতরের সাজ—
ভিতরটা ঠিক কেমন তা কিন্তু ফাঁস হওয়া ছবিতে খুব স্পষ্ট নয়। সেখানে দেখা গিয়েছে Punch EV সামনের আসন, সেন্টার কনসোল, ড্যাশবোর্ড। সেখানে সম্ভবত একটি Nexon EV Max-এর মতোই একটি রোটারি গিয়ার সেলেক্টর ডায়াল থাকতে চলেছে। প্রথাগত ব্রেকের বদলে ইলেকট্রিক হ্যান্ডব্রেক থাকতে পারে।
advertisement
৭ ইঞ্চির ইনফোমেন্টাল ইউনিট ও একটি সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার-সহ ড্যাশবোর্ডটি প্রায় অপরবির্তিত থাকবে বলেই মনে হচ্ছে। টেস্ট মডেলে কিন্তু কোনও সানরুফ দেখা যায়নি।
স্পেসিফিকেশন—
Punch EV-র পাওয়ার ট্রেন আর স্পেসিফিকেশনের বিষয়ে বলতে গেলে বলতে হয় এটি Tiago EV-র তুলনায় সামান্য বড় ব্যাটারি থাকতে পারে। মনে করা হচ্ছে ৯ থেকে ১৩ লক্ষ টাকার মধ্যে হতে পারে এই গাড়ির দাম।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 7:28 PM IST