বদলে দেবে মোবাইলের দুনিয়া! দেখে নিন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের খুঁটিনাটি
- Published by:Suman Majumder
Last Updated:
Snapdragon 8 Gen 2 New Feature: স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের মাধ্যমে স্মার্টফোনের কোন কোন ফিচার আরও উন্নত হবে!
#নয়াদিল্লি: স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর বদলে দিতে চলেছে মোবাইলের দুনিয়া। স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের মাধ্যমে বদলে যেতে চলেছে মোবাইলের বিভিন্ন ধরনের ফিচার।
স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের মাধ্যমে মোবাইলের ক্যামেরার সঙ্গে সঙ্গে উন্নত হতে চলেছে কানেকটিভিটি। কোয়ালকম সম্প্রতি একটি ইভেন্টে নিজেদের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর লঞ্চ করেছে।
Oppo, OnePlus, Motorola সহ বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনের নির্মাতারা জানিয়েছেন যে, ২০২৩ সালে তাঁরা যে সকল ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলেছেন, তার মধ্যে ব্যবহার করা হতে চলেছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর।
advertisement
advertisement
আরও পড়ুন- শুধু সেলফি ক্যামেরাই ৩২ মেগাপিক্সেল! বাজারে এল Vivo-র মারকাটারি ফোন
স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর মোবাইলের বিভিন্ন ফিচার উন্নত করতে সহায়তা করবে। এর ফলে বদলে যেতে চলেছে স্মার্টফোনের বিভিন্ন ফিচারের পারফরমেন্স। এক নজরে দেখে নেওয়া যাক স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের মাধ্যমে স্মার্টফোনের কোন কোন ফিচার আরও উন্নত হবে।
advertisement
স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের মাধ্যমে মোবাইলের যে সকল ফিচার উন্নত হতে চলেছে -
সিপিইউ পারফরমেন্স -
স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরে ব্যবহার করা হয়েছে অক্টাকোর চিপ। এর মাধ্যমে ডিভাইসের সিপিইউ আরও উন্নত হবে। এর ফলে স্মার্টফোন আরও দ্রুত গতিতে কাজ করবে। এর ফলে খুবই কম সময়ে স্মার্টফোনের মাধ্যমেই বিভিন্ন কাজ করা যাবে।
advertisement
গেমিং পারফরমেন্স -
স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর কোয়ালকমের প্রথম চিপসেট, যা র ট্রেসিং সাপোর্ট করতে সক্ষম। স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরে ব্যবহার করা হয়েছে Adreno GPU। এর ফলে স্মার্টফোনের গেমিং পারফরমেন্স ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। এর ফলে স্মার্টফোনে গেম খেলতে আর কোনও অসুবিধা হবে না।
advertisement
ডুয়াল ৫জি সিম সাপোর্ট -
স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এর মাধ্যমে ফোনের দুটি স্লটেই ৫জি সিম ব্যবহার করা যাবে। স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের মাধ্যমে স্মার্টফোনে একই সঙ্গে দুটি সিম অ্যাক্টিভ রাখা যাবে। এর ফলে একটি ফোনে দুটি ৫জি সিম ব্যবহার করা সম্ভব হবে।
ফটো কোয়ালিটি -
view commentsস্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরে ব্যবহার করা হয়েছে কগনিটিভ আইএসপি, যা রিয়েল টাইমে ফটো এবং ভিডিওর কোয়ালিটি উন্নত করতে সাহায্য করবে। এর ফলে সাধারণ স্মার্টফোনের মাধ্যমেও উন্নতমানের ফটো এবং ভিডিও তোলা সম্ভব হবে।
Location :
First Published :
November 24, 2022 5:37 PM IST