ফোনে 'ট্রিপল ক্যামেরা সেটআপ' দেয় কেন? একটি ক্যামেরা দিয়েই কিন্তু ছবি তোলা যায়

Last Updated:

Smartphone triple camera: স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেট-আপ থাকে কেন! একটা ক্যামেরা দিয়েই যখন ছবি তোলা যায় তখন তিনটি ক্যামেরা দেওয়ার দরকার কী?

কলকাতা: স্মার্টফোন হাতে থাকলেই সেলফি কিংবা ফটো। অনেকে তো স্মার্টফোনেই রীতিমতো ফটোগ্রাফি চর্চা করেন। মোটা টাকা খসিয়ে ক্যামেরা কেনার দরকার কি! এমনকী স্মার্টফোনে আস্ত সিনেমার শ্যুটিংও হয়েছে। সবই স্মার্টফোনের ক্যামেরার কামাল।
আজকাল স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়। কিন্তু একটা ক্যামেরা দিয়েই যখন ছবি তোলা যায় তখন তিনটি ক্যামেরা দেওয়ার দরকার কী? অনেকের মনেই এই প্রশ্ন জাগতে পারে। কিন্তু এর নির্দিষ্ট ব্যবহার রয়েছে। তাহলে ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়ার প্রয়োজনীয়তা দেখে নেওয়া যাক।
আরও পড়ুন- আর OTP-র ঝামেলা থাকবে না! টাকা চুরি আটকাতে নতুন ব্যবস্থা রিজার্ভ ব্যাঙ্কের!
একটা ক্যামেরায় ফটো তোলার কিছু সমস্যা রয়েছে। যেমন সীমিত ফোকাল লেন্থ। এর মানে একটি ক্যামেরায় ফোকাল লেন্থ নির্দিষ্ট করা থাকে। ফলে বিভিন্ন ধরনের শট নেওয়া যায় না। এছাড়া কম আলোর সমস্যা রয়েছে।
advertisement
advertisement
কম আলোতে ফটো ক্লিক করলে ছবির পারফরম্যান্স খারাপ হয়ে যায়। পাশাপাশি জুমিংও একটা সমস্যা। কারণ একটা ক্যামেরায় অপটিক্যাল জুম করার সুবিধা থাকে না।
ট্রিপল ক্যামেরা সেটআপের সুবিধা:
বিভিন্ন ধরনের শট – ট্রিপল ক্যামেরা সেটআপে ওয়াইড অ্যাঙ্গেল, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফটো লেন্স থাকে, যার ফলে ইউজার বিভিন্ন ধরনের শট নিতে পারেন।
advertisement
কম আলোতেও ভাল পারফরম্যান্স – ট্রিপল ক্যামেরা সেটআপে কম আলোতে ভাল ফটো ক্লিক করার ক্ষমতা রয়েছে।
অপটিক্যাল জুমিং – ট্রিপল ক্যামেরা সেটআপে অপটিক্যাল জুম করার সুবিধা রয়েছে। এর ফলে ইউজার দূরের বস্তুও জুম করতে পারেন। ছবি ভাল ওঠে।
আরও পড়ুন- বাচ্চার হাতে ফোন দেওয়ার আগে শুধু অন করে দিন এই Settings !
ট্রিপল ক্যামেরা সেটআপে তিনটি ক্যামেরার কাজ:
advertisement
প্রাইমারি ক্যামেরা – এটি সবচেয়ে শক্তিশালী ক্যামেরা এবং সাধারণ ছবি ক্লিক করার জন্য ব্যবহার করা হয়।
আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা – এই ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল শট নিতে ব্যবহার করা হয়।
টেলিফটো ক্যামেরা – এতে দূরের বস্তুকে জুম করে ফটো ক্লিক করতে ব্যবহার করা হয়।
ট্রিপল ক্যামেরা সেটআপ ফোনের ফটোগ্রাফি ক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। যাঁরা স্মার্টফোনে ভাল ছবি তুলতে চান, তাঁদের ট্রিপল ক্যামেরা সেটআপ-সহ ফোন কেনার পরামর্শ দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফোনে 'ট্রিপল ক্যামেরা সেটআপ' দেয় কেন? একটি ক্যামেরা দিয়েই কিন্তু ছবি তোলা যায়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement