ফোনের কভারে হলুদ দাগ! কিছুতেই উঠছে না? এভাবে পরিষ্কার করলে কভার হবে নতুন

Last Updated:

Smartphone cover cleaning tips: স্বচ্ছ ফোনের কভার কদিনেই হলুদ হয়ে যায়। এভাবে পরিষ্কার করলে হবে নতুনের মতো।

কলকাতা: স্মার্টফোন যাতে নিরাপদে থাকে তাই অনেকে কভার বা কেস ব্যবহার করেব। বেশিরভাগ মানুষ ফোনের রঙ দৃশ্যমান রাখতে স্বচ্ছ কভার কিনতে পছন্দ করেন।
কেসটি নতুন অবস্থায় বেশ ভাল দেখায়। তবে কিছুদিন পরই সেটি হলুদ হতে শুরু করে। স্বচ্ছ আবরণ হলুদ হয়ে গেলে দেখতে একেবারেই ভাল লাগে না।
আজ আমরা কভারের হলুদভাব দূর করার টোটকা বলব-
advertisement
প্রথম পদ্ধতি:-
১-আপনার ফোনটি কভার থেকে বের করে আলাদা করে রাখুন। কেসটি সিঙ্কে বা একটি পরিষ্কার তোয়ালের উপরে রাখুন। এটি এমনভাবে রাখুন যাতে দাগের দিক উপরের দিকে থাকে। তার পর বেকিং সোডা দিয়ে পুরোপুরি ঢেকে দিন। দাগ সম্পূর্ণরূপে বেকিং সোডা দিয়ে ঢেকে আছে কিনা দেখে নিন।
advertisement
২-বেকিং সোডা সেই একগুঁয়ে দাগের উপর খুব কার্যকর হতে পারে।
৩-এবার টুথব্রাশ দিয়ে হালকাভাবে জলে ডুবিয়ে বৃত্তাকারভাবে কেসের উপর ঘষুন। দাগগুলো হালকা হতে শুরু করলে আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এবার একটি নরম শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
৪-এর পরও যদি আপনি হালকা হলুদ দাগ দেখেন তবে সামান্য গরম জলে থালা ধোয়ার সাবান ঢেলে নিন। তারপর একটি স্পঞ্জের সাহায্যে এই মিশ্রণটি কভারে লাগান। তার পর জলে ধুয়ে নিন।
advertisement
১-একটি পাত্রে ১ কাপ (২৪০ মিলি) উষ্ণ জল রাখুন। তার পর  প্রায় ২ থেকে ৩ ফোঁটা সাবান ঢেলে নিন। আপনার কাছে যে ডিশওয়াশ সাবান আছে তা ব্যবহার করতে পারেন। তবে হালকা সাবান ব্যবহার করা ভাল।
advertisement
২-যদি সাবানটি খুব শক্ত হয় তবে এটি আপনার কভারের ক্ষতি করতে পারে। ডিশ সাবান হালকা দাগ মুছে ফেলার জন্য দুর্দান্ত।
৩-প্রথমে আপনার ফোন কেস থেকে সরিয়ে নিন এবং ফোনটিকে জল থেকে দূরে রাখুন। পুরো কেস জুড়ে ব্রাশ দিয়ে ঘষুন, বিশেষ করে এমন জায়গায় যেখানে আপনি অত্যধিক দাগ লক্ষ্য করেন।
৪-দাগের চারপাশে বৃত্তাকারে ঘষার চেষ্টা করুন।
advertisement
৫-তার পর পরিষ্কার জল দিয়ে কভারটি ধুয়ে ফেলুন। নরম কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন। এভাবে সপ্তাহে অন্তত একবার ফোনের কভার ধুতে পারলে ভাল।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফোনের কভারে হলুদ দাগ! কিছুতেই উঠছে না? এভাবে পরিষ্কার করলে কভার হবে নতুন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement