Smart ring: লাগবে না কার্ড! এই আংটি দিয়ে সহজেই করতে পারবেন টাকা পেমেন্ট, জানুন বিশদে

Last Updated:

কল্পবিজ্ঞান নয়। একেবারে খাঁটি বাস্তব। ইউকে-তে এমনই এক আংটি বানিয়ে ফেলেছে McLear।

লাগবে না কার্ড! এই আংটি দিয়ে সহজেই করতে পারবেন টাকা পেমেন্ট, জানুন বিশদে
লাগবে না কার্ড! এই আংটি দিয়ে সহজেই করতে পারবেন টাকা পেমেন্ট, জানুন বিশদে
শকুন্তলাকে একটি আংটি দিয়ে গিয়েছিলেন দুষ্মন্ত। তা ছিল পরিচয় জ্ঞাপক। হারিয়ে গিয়েছিল বলেই শকুন্তলাকে চিনতে অস্বীকার করেছিলেন রাজা।
দুনিয়া বদলে গিয়েছে। এবার প্রেমাস্পদকে আংটি দিয়ে গেলে, আদতে তাঁর অনেকটা উপকার হতে পারে। অবশ্যই সেই আংটিকে হতে হব ‘স্মার্ট’। স্মার্ট-আংটি ছুঁইয়েই কিনে নেওয়া যাবে পৃথিবীর যাবতীয় সুখ-স্বাচ্ছন্দ্য।
কল্পবিজ্ঞান নয়। একেবারে খাঁটি বাস্তব। ইউকে-তে এমনই এক আংটি বানিয়ে ফেলেছে McLear। RFID প্রযুক্তিতে তৈরি এই আংটি শীঘ্রই ভারতে আসছে, Transcorp-এর হাত ধরে।
advertisement
advertisement
আসলে এই আংটি দিয়ে ক্রেডিট বা ডেবিট কার্ডের পরিবর্তে অর্থ প্রদান করা সম্ভব হবে। RFID প্রযুক্তিতে এই আংটি ব্যবহারকারীর ক্রেডিট বা ডেবিট কার্ডের ডেটা ধরে রাখতে একটি স্মার্টফোন অ্যাপে।
McLear-এর এই আংটি লোভনীয় গয়নার মতো। নিজের পছন্দ ও মাপ মতো বানিয়ে নেওয়া সম্ভব। তারপর যে কোনও আঙুলে পরে ফেলা যাবে। কেনাকাটা সেরে দাম দেওয়ার সময় কোনও POS-এ আংটি ছুঁইয়েই সেরে ফেলা যাবে।
advertisement
কিন্তু ভিড়ের মধ্যে যদি কেউ ওয়্যারলেস POS ছুঁইয়ে টাকা হাতিয়ে নিয়ে যায়?
এই ধরনের প্রতারণা থেকে বাঁচাতে এমন কৌশল অবলম্বন করা হয়েছে যেখানে আংটি ব্যবহারকারীকে একটি বিশেষ হাতের ভঙ্গিমা করতে হবে অর্থ প্রদানের সময়। ওই ভঙ্গিমা ঠিক না হলে লেনদেন হবে না।
এই আংটি এখনও ভারতে পাওয়া যাচ্ছে না। তবে ইউকে-র বাসিন্দা কোনও ব্যক্তি যদি ইতিমধ্যেই তাদের VISA বা MasterCard-এর সঙ্গে কোনও সক্রিয় RingPay যুক্ত করে থাকেন তবে তিনি সহজেই ভারতে লেনদেন করতে পারেন।
advertisement
McLear-এর চিফ অপারেটিং অফিসার ড্যানিয়েল ব্লন্ডেল নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘Transcorp ভারতে McLear-এর অংশীদার। ভারতীয়রা তাই এই আংটির একটি RuPay সংস্করণ নিতে পারেন। ভারতে সেটি নির্বিঘ্নে কাজ করবে।’ সূত্রের খবর, Transcorp ইতিমধ্যেই Junio ​​অ্যাপ এবং RuPay-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। এই আংটি চার্জ করার প্রয়োজন নেই। পাওয়া যাবে ক্যাশব্যাক। থাকবে ইনস্ট্যান্ট ডিভাইস লক-এর সুবিধাও। ব্লন্ডেল জানান, কোনও ভাবে আংটি হারিয়ে গেলে বা হাতছাড়া হলে স্মার্টফোন অ্যাপ থেকে সেটি নিষ্ক্রিয় করে দেওয়া যাবে।
advertisement
এই আংটি বিশুদ্ধ জারকোনিয়া সেরামিক দিয়ে তৈরি। এতে কোনও ভাবেই চিড় ধরার সম্ভাবনা নেই। ব্লন্ডেল বলেন, ‘নিত্য ব্যবহারে কোনও সমস্যা নেই। ভাঙবে না। জলপ্রতিরোধী ব্যবস্থা রয়েছে এতে। সেই সঙ্গে এতে রয়েছে হাইপোঅ্যালার্জেনিক উপাদান। তাই ত্বকে কোনও রকম জ্বালা সৃষ্টি হবে না।’
advertisement
ব্লন্ডেল জানিয়েছেন, গত পাঁচ বছর ধরে তাঁরা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-এর সঙ্গে কাজ করছেন। গত বছর ভারতীয় ফিনটেক উৎসবেও তাঁরা যোগ দিয়েছিলেন। সেখানেই ভারতে প্রথম এই আংটি চালু করার বিষয়ে ঘোষণা করেছিলেন NPCI এবং Transcorp-এর সঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smart ring: লাগবে না কার্ড! এই আংটি দিয়ে সহজেই করতে পারবেন টাকা পেমেন্ট, জানুন বিশদে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement