Google Chrome: গুগল ক্রোম ব্যবহার করেন? যে কোনও সময় হ্যাক হতে পারে! এখনই সাবধান হন, সতর্কতা জারি করল CERT-In

Last Updated:

Google Chrome: CERT-In-এর প্রতিবেদনে বলা হয়েছে, “গুগল ক্রোমে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। সেখান থেকেই নিরাপত্তায় সমস্যা তৈরি হতে পারে। মূলত এক্সটেনশনের অনুপযুক্ত বাস্তবায়ন এবং V8-এর টাইপ কনফিউশনের কারণেই এই সমস্যা।

Android-এর ক্ষেত্রে নিম্নলিখিত ভার্সনগুলিতে: ১. Android 12 ২. Android 12L ৩. Android 13 ৪. Android 14 ৫. Android 15
Android-এর ক্ষেত্রে নিম্নলিখিত ভার্সনগুলিতে: ১. Android 12 ২. Android 12L ৩. Android 13 ৪. Android 14 ৫. Android 15
গুগল ক্রোমের ফাঁড়া যেন কাটছেই না। ইউজাররা পড়েছেন বিপদে। নিরাপত্তায় গলদ নিয়ে আগেও সতর্কবার্তা জারি হয়েছিল। এবার ফের আরেকবার। ভারতীয় কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের তরফে সর্বশেষ সতর্কবার্তাটি এসেছে ২৮ অক্টোবর। লাখ লাখ গুগল ক্রোম ইউজারদের উদ্দেশ্যে তারা বলেছে, সাবধান, বড়সড় ঝুঁকি রয়েছে।
CERT-In-এর প্রতিবেদনে বলা হয়েছে, “গুগল ক্রোমে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। সেখান থেকেই নিরাপত্তায় সমস্যা তৈরি হতে পারে। মূলত এক্সটেনশনের অনুপযুক্ত বাস্তবায়ন এবং V8-এর টাইপ কনফিউশনের কারণেই এই সমস্যা। এই ফাঁকগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা ইউজারকে বিশেষভাবে তৈরি ওয়েবপৃষ্ঠায় যেতে রাজি করিয়ে নিতে পারে অনায়াসে।”
আরও পড়ুন: হয়েছে অস্ত্রোপচার, চোখে কালো চশমা! মেয়ের হাত ধরে মমতার বাড়ির কালীপুজোয় অভিষেক
চলতি বছরের শুরুতেই এই সমস্যাগুলো সামনে এসেছিল। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কিন্তু সমাধান হয়নি। টেক বিশেষজ্ঞরা মনে করছেন, গুগল বোধহয় সমাধান খুঁজেই পাচ্ছে না। নাহলে এত দেরি হবার আর কী কারণ থাকতে পারে? যাইহোক, হ্যাকাররা গুগল ক্রোম ব্যবহার হয় এমন সিস্টেমে খুব সহজেই নিজেদের কোড চালান করে দিতে পারে। সোজা কথায়, হ্যাকাররা যদি সিটেমের নিরাপত্তাকে ফাঁকি দিয়ে এই সমস্যাগুলোকে কাজে লাগাতে পারে, তাহলে তারা শিকারকে ক্ষতিকারক ওয়েবসাইটে যেতে বাধ্য করতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক।
advertisement
advertisement
এখন প্রশ্ন হল, এই পরিস্থিতিতে ক্রোম ইউজারদের কী করা উচিত? বিশেষজ্ঞরা বলছেন, ইউজার যদি উইন্ডোজ, ম্যাকওএস বা লিনাক্স অপারেটিং সিস্টেমে ক্রোম ব্যবহার করেন, তাহলে নিশ্চিত করতে হবে নিম্নলিখিত ভার্সনগুলো যেন সিস্টেমে না চলে। সেগুলি হল –
উইন্ডো এবং ম্যাকের জন্য 130.0.6723.69/.70-এর আগের Google Chrome ভার্সন।
লিনাক্সের জন্য 130.0.6723.69-এর আগের Google Chrome ভার্সন।
advertisement
গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন আপডেট: নিরাপত্তার জন্য গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন আপডেট করার পরামর্শ দিয়েছেন টেক বিশেষজ্ঞরা। সেটা উইন্ডোজ, ম্যাকওএস বা লিনাক্স, যাই হোক না কেন। এর জন্য প্রথমে ক্রোমের থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। সেখান থেকে যেতে হবে সেটিংসে। তারপর অ্যাবাউট অপশনে ক্লিক করে ক্রোম আপডেট করতে হবে। লেটেস্ট ভার্সন আপডেট করলে কী কী নিরাপত্তা সুবিধা পাওয়া যাবে, তারও একটি তালিকা দিয়েছে গুগল। যাইহোক, সিস্টেমের নিরাপত্তা এবং হ্যাকারদের হাত থেকে বাঁচতে চাইলে গুগল ক্রোম আপডেট আবশ্যিক। এর সঙ্গে সিস্টেমে থাকা সফটওয়্যারগুলোরও নিয়মিত আপডেট করা উচিত।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Chrome: গুগল ক্রোম ব্যবহার করেন? যে কোনও সময় হ্যাক হতে পারে! এখনই সাবধান হন, সতর্কতা জারি করল CERT-In
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement