Abhishek Banerjee: হয়েছে অস্ত্রোপচার, চোখে কালো চশমা! মেয়ের হাত ধরে মমতার বাড়ির কালীপুজোয় অভিষেক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee Kali Puja 2024: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে কালীপুজোয় এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রতি বছরের মতো এই বছরও মহা ধুমধাম করে আয়োজিত হয়েছে কালীপুজো। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পুজোয় এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাবার হাত ধরে পুজোতে উপস্থিত অভিষেক কন্যা আজানিয়াও। বৃহস্পতিবার রাতে কালীঘাটের বাড়িতে সপরিবারে দেখা গেল তৃণমূলের সেনাপতিকে।
প্রতি বছরই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে মহা সমারোহে আয়োজিত হয় কালীপুজো। প্রতি বছরই নিষ্ঠাভরে এই পুজো নিজে বসে থেকে তদারকি করেন মুখ্যমন্ত্রী। এই বছরও একইভাবে সকাল থেকেই বাড়ির পুজোর আয়োজনে ব্যস্ত মমতা। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতে প্রতি বছরই উপস্থিত থাকেন অভিষেক।
advertisement
advertisement
কিছু দিন আগে বিদেশ থেকে চোখে অস্ত্রোপচার করিয়ে ফিরেছেন তৃণমূল নেতা। বৃহস্পতিবার রাতে তাঁকে দেখা গেল চোখে কালো চশমা পরে। পৌঁছেই মমতার পা ছুঁয়ে প্রণাম করেন অভিষেক। মা কালীর বিগ্রহের উদ্দেশেও তিনি প্রণাম নিবেদন করেন। মেয়ে আজানিয়াকেও দেখা গেল বাবার সঙ্গে প্রণাম করতে।
advertisement
গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো উপলক্ষ্যে ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন। তিনি লিখেছেন, ‘আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক – এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল। আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি – মায়ের চরণে এই কামনা আমার। সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2024 9:57 PM IST