Samsung Galaxy F34 5G: কবে ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F34 5G ? এবার স্মার্টফোনে নানা চমক আনল সংস্থা

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক Samsung কোম্পানির নতুন বাজেট ফোন Samsung Galaxy F34 5G-এর সমস্ত খুঁটিনাটি।

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট কোম্পানি Samsung আগামী সপ্তাহে ভারতে তাদের নতুন সাশ্রয়ী মূল্যের F সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মডেলের নাম Galaxy F34 5G। জানা গিয়েছে যে Samsung কোম্পানি আগামী ৭ অগাস্ট ভারতে Samsung Galaxy F34 5G স্মার্টফোন লঞ্চ করবে।
Galaxy F34 5G ফোনের জন্য কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ একটি নতুন পেজ তৈরি করা হয়েছে। সেই পেজে আগ্রহী গ্রাহকদের জন্য একটি Notify Me বাটন রয়েছে এবং ফোনের কিছু মূল ফিচারও প্রকাশ করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক Samsung কোম্পানির নতুন বাজেট ফোন Samsung Galaxy F34 5G-এর সমস্ত খুঁটিনাটি।
advertisement
advertisement
Samsung Galaxy F34 5G দাম –
Samsung-এর আসন্ন F সিরিজের ফোন Galaxy F34 5G শুধুমাত্র Flipkart-এ পাওয়া যাবে। এটি সম্প্রতি লঞ্চ হওয়া Galaxy M34 5G-এর মতো একটি ডিজাইন ও ফিচারযুক্ত হবে বলে আশা করা হচ্ছে। যদিও মাইক্রোসাইটগুলিতে সঠিক মূল্য প্রকাশ করা হয় না। কিন্তু, মনে করা হচ্ছে যে এই ফোনের বেস মডেলটি ১৭,০০০ টাকার নিচে হতে পারে। স্মার্টফোনটি ইলেকট্রিক ব্ল্যাক এবং মিস্টিক গ্রিন কালার অপশনে আসতে পারে।
advertisement
Samsung Galaxy F34 5G ফোনের ফিচার –
কোম্পানির মতে Samsung Galaxy F34 5G ফোনে একটি ৬.৫ ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ একটি ওয়াটারড্রপ নচ এবং একটি মোটা বটম বেজেল থাকবে। স্মার্টফোনের ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন, একটি ১২০Hz রিফ্রেশ রেট, ১,০০০ নিট পিক ব্রাইটনেস এবং গরিলা গ্লাস ৫ সুরক্ষাও থাকবে। Galaxy F34 5G ফোন অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক One UI 5.1.1-এ চলবে বলে আশা করা হচ্ছে।
advertisement
Samsung কোম্পানি নিশ্চিত করেছে যে, এই ফোন অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) দিয়ে তৈরি। এতে একটি ৫০-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট ব্যবহার করা হবে। এছাড়াও কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, এই স্মার্টফোনটি একটি বড় ৬,০০০ mAh ব্যাটারি সহ আসবে, যা দুই দিনের ব্যাকআপ দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
advertisement
দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটিও নিশ্চিত করেছে যে, Galaxy F34 5G ফোনে চার প্রজন্ম পর্যন্ত OS আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ দেওয়া হবে। এছাড়াও Galaxy F34 5G ফোন ইন-হাউস অ্যাপের সঙ্গে আসবে বলে আশা করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Samsung Galaxy F34 5G: কবে ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F34 5G ? এবার স্মার্টফোনে নানা চমক আনল সংস্থা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement