RIL AGM 2021: দেশের শীর্ষ ব্রডব্যান্ড অপারেটর JioFiber, করোনাকালেও গ্রাহক বাড়ল জিও ফাইবারের !

Last Updated:

JioFiber subscribers: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (RIL) বার্ষিক সাধারণ সভায় বৃহস্পতিবার ঘোষণা করলেন RIL চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷

মুম্বই: দেশের শীর্ষ ব্রডব্যান্ড অপারেটর ‘জিও ফাইবার’ (JioFiber) ৷ করোনাকালেও গ্রাহক বাড়ল ‘জিও ফাইবার’-এর ৷ গত বছরে দেশের প্রায় ২০ লক্ষ বাড়িতে ‘জিও ফাইবার’ পরিষেবা দেওয়া হয়েছে ৷ এই মুহূ্র্তে দেশে মোট ৩০ লক্ষ গ্রাহক রয়েছে ‘জিও ফাইবার’-এর ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (RIL) বার্ষিক সাধারণ সভায় (AGM) বৃহস্পতিবার ঘোষণা করলেন RIL চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷
দেশের বিদ্যুৎ সমস্যা মেটাতে এবার গিগা ফ্যাক্টরি তৈরির সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স। মূলত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৩০ সালের মধ্যে দেশে পুনর্নবীকরণ শক্তি উৎপাদন ৪৫০ মেগাওয়াট করার লক্ষ্য নিয়েছেন। আর সেই লক্ষ্যপূরণে এবার এগিয়ে এল রিলায়েন্স। সংস্থার প্রথম গিগা ফ্যাক্টরিতে সৌরবিদ্যুৎ উৎপাদন হবে। প্রথমে সিলিকা পরিণত করা হবে পলিসিলিকনে। তার পর সেগুলি থেকে হবে ইনগোট ও ওয়েফার্স। সেই ওয়েফার্স থেকে সোলার সেল প্রস্তুত হবে। আর এই প্রক্রিয়া যত কম খরচে করা যায় সেই চেষ্টাই করছে রিলায়েন্স। এই ফ্যাক্টরিতে গ্রিন হাইড্রোজেনের উৎপাদন করার পরিকল্পনা রয়েছে। সেই গ্রিন হাইড্রোজেন বিদেশের বাজারেও বিক্রি করা হতে পারে বলে আপাতত পরিকল্পনা করা হয়েছে।
advertisement
প্রযুক্তির পরিসরে ভারতে গোটা বাজারই প্রায় দখলে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৷ দেশবাসীর হাতে অত্যন্ত কম খরচে ইন্টারনেট পরিষেবা আগেই তুলে দিয়েছে রিলায়েন্স জিও, দেশের ডেটা পরিষেবার খোলনলচেও বদলে দিয়েছে মুকেশ আম্বানির সংস্থা ৷ দেশের টেলিকম পরিষেবার ফের বড়সড় বদল আনার পরিকল্পনা মুকেশ আম্বানির ৷ দেশজুড়ে ৫জি পরিষেবা চালু করতে বহুজাতিক প্রযুক্তি সংস্থা কোয়ালকম-এর হাত ধরেছে রিলায়েন্স জিও ৷ ৪জি পরিষেবা চালু করে দেশের টেলিকম ব্যবসার ছবিটাই বদলে দিয়েছিল মুকেশ আম্বানির সংস্থা জিও ৷ এবার ৫জি নিয়েও আশাবাদী সংস্থা ৷ আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্যও ৫জি পরিষেবা দেশে চালু করা অত্যন্ত প্রয়োজনীয় ৷ ৫জি পরিষেবার সঙ্গে এই পরিষেবা ব্যবহার করার জন্য উপযুক্ত কম দামি ফোনও বাজারে আনছে জিও ৷ এই মুহূর্তে দেশে জিওর গ্রাহকের সংখ্যা ৪০ কোটির বেশি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
RIL AGM 2021: দেশের শীর্ষ ব্রডব্যান্ড অপারেটর JioFiber, করোনাকালেও গ্রাহক বাড়ল জিও ফাইবারের !
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement